বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন-অষ্টম খণ্ড.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( আষাঢ়। S \ { वक्रोुन । দ্বাবিংশ পরিচ্ছেদ । উভ। করিব । - সভ্য। ভ্রাতা ভগিনী ? সত্যানন্দ কথাবার্তা সমাপনাভে উভ। ত্যাগ করিব' মহেঞ্জের সহিত সেই মঠস্থ দেবালয়াভ্য- সত্য । দার। সুভ ? স্তরে, সেখানে সেই অপূৰ্ব্ব শোভাময় প্রকা- উভ । ত্যাগ কবি | ওকার চতুর্ভ জমূর্তি বিরাজিত, তথায় সত্য। আত্মীয় স্বজন ? দাস দাসী । প্রবেশ করিলেন । সেখানে তখন অপূৰ্ব্ব উভ সকলই ড্যাগ করিলাম । শোভা । রজত, স্বর্ণ ও রত্বে রঞ্জিত সত্য- ধন-সম্পদ—ভোগ ? বহুবিধ প্রদীপে, মন্দির আলোকিত হই- উভ । সকলই পরিত্যাজা হইল । য়াছে। রাশি রাশি পুষ্প স্তুপাকারে শোভা সভা । ইঞ্জিয় জয় করিবে ? স্ত্রীলো করিয়া, মন্দির আমোদিত করিতেছিল। মন্দিরে আর এক জন উপবেশন করিয়া মৃত্ব মৃত্যু “হরে মুরারে’ শব্দ করিতেছিল । সত্যানন মন্দির মধ্যে প্রবেশ করিবা মাত্র সে গাত্ৰোখান করিয়া প্রণাম করিল। ব্ৰহ্মচারী জিজ্ঞাসা করিলেন, “তুমি দীক্ষিত হইবে ?” সে বলিল, “আমাকে অনুগ্রহ করুন।” তখন তাহাকে ও মহেন্দ্রকে সম্বোধন করিয়া সত্যানন্দ বলিলেন, “তোমরা যথাবিধ স্নাত, সংযত, এবং অনশন অাছত ?” উত্তর । অাছি । সত্য । তোমরা এই ভগবৎ সাক্ষাৎ প্রতিজ্ঞ কর । সত্তানধৰ্ম্মের নিয়ম সকল পালন করিবে ? উভয়ে । করিব । সত্য । যত দিন-ন মাতার উদ্ধার হয়, তত দিন গৃহধৰ্ম্ম পরিত্যাগ করিবে ? উভ। করিব। সত্য। মাতা পিতা ত্যাগ করিবে ? কের সঙ্গে কখন একাসনে বসিবে না ? উভ। বসিব না । ইন্দ্ৰিয় জয়করিব । সত্য । ভগবৎ সাক্ষাৎকার প্রভিজ্ঞা কর, আপনার জন্য বা স্বজনের জন্ত অথোপার্জন করিবে না ? যাহ উপার্জন করিবে তাহা বৈষ্ণব ধনাগারে দিবে ? উভ। দিব । সত্য । সমাভন ধৰ্ম্মের জন্য স্বয়ং অস্ত্র ধরিয়া যুদ্ধ করিবে ? t উভ ৷ করিব ? সত্য । রণে কখন ভঙ্গ দিবে না । উভ। না । সত্য । যদি প্রতিজ্ঞা ভাঙ্গা হয় ? উভ। জলস্ত চিতায় প্রবেশ করিয়া অথবা বিষ পান করিয়া প্রাণত্যাগ করিব । সত্য । আর এক কথা—জাতি । ভোমরা কি জাতি ? মহেন্দ্র কায়স্থ জানি। অপরটি কি জাতি ? অপর ব্যক্তি বলিল “আমি ব্রাহ্মণ কুমার יין সভ্য। উত্তম । তোমরা জাতিভ্যাগ