পাতা:বঙ্গদর্শন-অষ্টম খণ্ড.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৮ ) शाङ झरेरबक) ७रे ন্ধিপ মাণিক্য ধারণে পরাভব হয় । ভিন্ন অর্থাৎ ভাঙ্গণ , পালামে। Vు(t करूँ तांत्र श्? रना शशू, ५रे कर्क মাণিক্য ধারণ করিলে নানা প্রকার দুঃখ হইলে সম্ভেদ বলে । সম্ভেদ মাণিক্য ঘটনা হয় । ধারণে জন্ত্রাঘাতে মৃত্যু হয়। কর্করা ক্রমশঃ অর্থাৎ, কঁকির সংযোগ থাকিলে তাহ জীরামদাস সৈন। sees পালামে । তৃতীয় অংশ । আমার নিজের পুজি নাই । তথাপি পূৰ্ব্বে একবার “লাতেহার’ মামক পাহাড়ের উল্লেখ করিয়াছিলাম। সেই পাহাড়ের কথা আবার লিখিতে বসিয়াছি বলিয়া আমার আহলাদ হইতেছে। পুরাভন কথা বলিতে বড় সুখ, আবার বিশেষ সুখ এই ষে আমি শ্রোতা পাইब्राझि । उिन कांब्रि िनिशैश् उझरलांकि, বোধ হয় তাহাদের বয়স হইয়া আসিতেছে, পুরাতন কথা বলিতে শীঘ্র আরম্ভ করিবেন এমন উমেদ রাখেন, বঙ্গদর্শনে আমার লিখিত পালামেী-পৰ্য্যটন পড়িরাছেন, আবার ভাল বলিয়াছেন । প্রশংসা অতিরিক্ত, ভূমি প্রশংসা কর আর না কর, বৃদ্ধ বসিয়া তোমায় পুরাতন কথা শুনাবে, তুমি শুন বা না শুন সে তোমায় শুনাবে, পুরাতন কথা এই রূপে থেকে বায়, সমাজের পুঁজিবাড়ে। জামার গরে কাহারও পজি বাড়িবে না, কেন না গল্প করি, তোমরা শুনিয়া আমায় চিরবাধিত কর । নিত্য অপরাহ্নে আমি লাতৃেহার পাহাড়ের ক্রোড়ে গিয়া বসিতাম, র্তাবুতে শত কাৰ্য্য থাকিলেও আমি তাহা ফেলিয়া যাইতাম । চারিট বাজিলে আমি অস্থির হইতাম ; কেন তাহা কখন ভাবিতাম না ; পাহাড়ে কিছুই নুতন নাই ; কাহার সহিত সাক্ষাৎ হইবে না, কোন গল্প হইবে না, তথাপি কেন আমায় সেখানে যাইতে হইত জানি না । এখন দেখি এ বেগ তামার একার নহে । ষে সময় উঠানে ছায় পড়ে, নিত্য সে সময় কুলবধুর মনমাতিয়া উঠে, জল আনিতে যাইবে ; জল আছে বলিলেও তাহারা জল ফেলিয়া জল আনিতে যাইবে ; জলে যে যাইতে পাইল না সে অভাগিনী, সে গৃহে বসিয়া দেখে উঠানে ছায়া পড়ি