পাতা:বঙ্গদর্শন-অষ্টম খণ্ড.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5 Strύ ι) বাসীরা একবারে ব্যবহার না করেন । উড সাহেব তাহাতে আমাদের শিল্পের কতই প্রশংসা করিয়াছেন ; আবার কতই আক্ষেপ করিয়াছেন যে এতকালের এরূপ চমৎকার শিল্প লোপ পাইতে বসিয়াছে। + কাশ্মীরে আর পূর্বমত শাল প্রস্তুত হয় না, বাঙ্গালায় আর সেরূপ বস্ত্র হয় না; ভারতের সকল দেশেই শিল্পের এইরূপ অবনতি হইয়াছে। এখন ইংরাজগণু আমাদের শিল্পী দাড়াইয়াছেন । এ বন্দবন্ত মন্দ নহে ; তবে কিনা কৃষি আর শিল্পী এক স্থানে থাকিলেই ভাল হয়, সেই বন্দবস্ত পূৰ্ব্বে ছিল এখনও তাহাই আবশ্যক ; রেলের দ্বারা ভারের দ্বারা যখন পৃথিবীর সকল দেশ এক হইয়া যাইবে তখনকার কথা সভক্স ; সে বন্দবস্ত এত পূৰ্ব্বাহ্নে উপস্থিত করা ভাল নহে । আজ সাহেবেরা ভারত ছাড়া হইলে, কাল আমাদের দশা কি হইবে ? স্বভার নিমিত্ত কাপড়ের নিমিত্ত আমরা কোথায় যাইব ? অন্নাভাবে তাতিরা প্রোয় নিৰ্ব্বংশ হইতে আরম্ভ হইয়াছে সকলে সূতা কাটা ভুলিয়া গিয়াছে। “Indian native gentlemen and ladies should make it a point of culture never to wear any clothing or ornaments but of native manufacture and strictly native *ign—" The Industrial Arts of India, by George C.M. Birdwood C. s. I., M. P Page 24& , বাঙ্গালীয় কলের কাপড় । গ্ৰন্থখানি ভারতেরশিল্প সম্বন্ধে বার্ড । Aব্যবহার করিয়াছিলেন । 889 আমাদের উপায় কি হইবেতাহ একবার ভাবনা করা ভাল । দেশী কাপড় মহার্ষ, এই জন্য সামান্ত লোকেরা তাহ আর ব্যবহার না করিয়া ম্যানচেষ্টারের উদর পূরণ করে ; কিন্তু যাহার লালবাগানের ধুতি ব্যবহার করিয়া থাকেন তাহারা জানেন দেশী কাপড় সস্তা, দেশী কাপড় টেকসহি, অনেক দিন যায় । আমরা জানি পাবনা জেলার দোগাছিয়া গ্রাম হইতে একজন যোল টাকা মূল্যে একখানি ধুতি ক্রয় করিয়া আট বৎসর পর্য্যন্ত তাহ নিত্য এ অবস্থায় বিলাতি ধুতি অপেক্ষ দেশী ধুতি সন্ত। এইরূপে হিসাব করিয়া দেখিলে বার্ডউড় সাহেবের পরামর্শ পালন করা কঠিন হইবে না। সে পরামর্শ নুতন নহে, আমাদের যুবারা এ কথার আন্দোলন অনেক দিন হইতে করিতেছেন। যদি তাহারা আর একটু মনযোগী হইয়া সাধারণ লোকের ভ্রম দূর করিবার চেষ্টা করেন তাহা হইলে কতক কৃতকার্ষ্য হইতে পারেন । তাহা হইলে ইংরেজি পারিলিয়ামেন্টের পুরাতন একটি আইনের উত্তর দেওরা হয় । ১৭০০ সালে যখন ইংরেজরা অর্থশাস্ত্র (political economy) একেবারে কিছুই বুঝিতেন না তখন তাহার এক আইন করিয়াছিলেন যে এদেশী কোন কাপড় ইংলণ্ডে প্রবেশ করিতে পাইবে না, প্রবেশ করিলে তাহ কেহ ব্যবহার করিতে পারিবে না যদি