পাতা:বঙ্গদর্শন-সপ্তম খন্ড.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* > s२४ १ ) জ্যোৎস্বীবর্তী । স্বপ্ন দেখিতেছি । পরি । ঘুম কই যে স্বপ্ন দেখিবেন ? জ্যোৎ । আমি নিদ্রিত কি জাগরিত বুঝতে পারিতেছি না। পরিচারিকা প্রশ্নের উপর প্রশ্ন করিতে লাগিল,কিন্তু কোন উত্তর না পাইয়। ক্ষান্ত •হইল ; যেদিকে জ্যোৎস্নাবর্তী চাছিয়া ঋহিয়াছিলেন, পরিচারিকা তাহা অসুসরণ করিয়া দেখিল, রাজভগিনী পিতম পাগলাকে দেখিতেছেন । কোন হেতু নির্দেশ করিতে না পারিয়া আরও আশ্চৰ্য্য হইল । পিতমের রূপ আছে, না বয়স আছে, ন অলৌকিক কিছু আছে যে তাহার প্রতি রাজভগিনীর দৃষ্টি পড়ে। জ্যোৎস্নাবর্তীর ও বয়স হুইয়ছে, বুদ্ধ বলিলেই হয়, তবে এ ব্যবহায় কেন ? পরিচারিকা আপন আপনি অনেক ভাবিল, কিছুই বুঝিতে পারিল না । জ্যোৎস্নাবতী অনেকক্ষণপরে দীর্ঘ নিশ্বাস ত্যাগ করিয়া পরিচারিকাকে জিজ্ঞাসা করিলেন, “ মাতঙ্গিনি, তুই এই দুঃখী, এই দরিদ্রকে চিনিল ?” পরিচ। । চিনি মা, ও পাগল । জ্যোৎস্নাবতী । এর উপর আবার পাগল হইয়াছেন ? 夢 পরিচা । ও আজন্মপাগল । পথে পথে বেড়ায়, ভিক্ষ করে খায়, রাত্রে গাছতলায় পড়ে থাকে । cअIt९घावडी भू८१ अश्न लि ग्ना कँtদিয়া উঠিলেন। আবার তৎক্ষণাৎ চকু মছন্ম চারিদিকে চাছিলেন। কেহ মালদ্বীলত। పి.8) র্তাহার ক্ৰন্দন শুনে নাই, দেখিয়া দিছাসা করিলেন, “ যদি তুই জানিস তবে . বল দেখি, সকল কথা বল দেখি। শুনি ।” পরিচা । আমি আর ত কিছুষ্ট জানি না, ওর নাম পিতম পাগলা এই জানি । এইখানে ঘুরে বেড়ায় এই দেখেছি। জোtংসাবতী । এত স্থান থাকিতে এখানে কেন ? তাই বা কেন জি জ্ঞাস। করি । পরিচা । ও কে মা, তবে, ওরে কি চেন, ওর বাড়ী কোথার? জ্যোৎস্না । পিতম! পিতম নাম কেন ? দাদা কি এ কাঙ্গালকে দেখেছেন, কথন আলাপ করেছেন ? তিনিও কি পিন্তম বলে কথা কন ? এই সময় বাদোদ্যম হইয়া উঠিল, রাজা আসিতেছেন বলিয়া সভাসদ সকলে উঠিয়া দাড়াইল । পিতমও উঠিল। রাজা অসিয়া প্রধান প্রধান সকলের সহিত দুই একটি কথা কহিয়া আসনে উপবিষ্ট হইলেন । বসিবামাত্র ভাটের মনোহর স্বরে স্তব পাঠ করিতে লাগিল, এই অবকাশে রাজা ইতস্ততঃ অবলোকন কবিতে লাগিলেন । পিতমের প্রতি দৃষ্টি পড়িল, কিন্তু রাজা কোন সম্ভাষণ করিলেন না দেখিয়া জ্যেtংস্ন। বর্তী আপন আপনি বলতে লাগিলেন, “ তবে fক আমীর ভ্রাস্তি ? না তা নয় ; হয় ত্ত দাদ। চিলিতে পারেন নাই ।” * পরিচারিক। বলিল, “ঠাকুরাণি, মাপ