বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থ-সমালোচনা । عنصصحسيميجيتي بيت - جمهيستحسبـه নিরদ-নীরজ ॥—শ্ৰীসতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রণীত ও প্রকাশিত। মূল্য ॥০ আট আনা । এখানি নাটক ; কেন না, ইহা কথোপকথনের আকারে লিখিত । বোধ করি আমাদের ইহা একটা রোগ দাড়াইয়াছে যে, কথোপকথনের হিসাবে ছাইভস্ম লিথিয়া আমরা মনে করি যে, নাটক প্রণয়ন করিলাম । পুস্তকখানি শ্ৰীযুক্ত বাবু রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎস্তষ্ট করা হইয়াছে । গ্রন্থকার বাঙ্গলা-ভাষা, কি রবীন্দ্রবাবু, কাহার উপর অধিক অত্যাচার করিয়াছেন, বলা যায় না । নেপোলিয়ান বোনাপার্ট — শ্ৰীদীনেন্দ্রকুমার রায় প্রণীত । মূল্য ৬২ ছয় টাকা । জগতে গৌরবলাভ করিতে যাহারা সমর্থ হন, তাহীদের শত্রুও থাকে, মিত্র ও থাকে। নেপোলিয়ানের জীবনচরিত শক্রতেও লিখিয়াছে, মিত্রতেও লিখিয়াছে । মিত্রের লেখা জীবনচরিতই ভাল হয় । তাহার কারণ এই যে, যেখানে সহানুভূতি নাই, সেখানে চিত্রসৌন্দৰ্য্য হইতে পারে না। পৃথিবীতে যত জীবনচরিত লিখিত হইয়াছে, তাহার মধ্যে বোধ হয় যে বসওয়েললিখিত জনসনের জীবনচরিতই সৰ্ব্বোৎকৃষ্ট । আমাদের দেশেও তাহার পরিচয় পাইয়াছি । ত্রযুক্ত বাবু শিশিরকুমার ঘোষের অমিয় নিমাইচরিতের ঐতিহাসিক মূল্য কিছু মাত্রই নাই, কিন্তু পড়িতে অতি উপাদেয় । যেখানে ভক্তি নাই, সেখানে জীবনচরিত লিখিত হইতে পারে না । জীবনচরিত কেবল ভক্তেই লিখিতে পারে। 影 আবটুসাহেব শুধু ভক্ত নহেন, তিনি অন্ধ উপাসক। নেপোলিয়ানের যে, কাৰ্য্য কিছুতেই সমর্থন করা যায় না, তাহীও তিনি সমর্থন করিয়াছেন। এতটুকু বুঝিবার ক্ষমতাও তাহার হয় নাই যে, জোশেফিনের পরিত্যাগ তাহার রাজ্যনাশের একটা কারণ । এমন কি, জোশেফিনকে পরিত্যাগ করা যতটুকু সমর্থিত হইতে পারে, তাহা তিনি করিয়াছেন । তথাপি র্তাহার লিখিত পুস্তক উপাদেয় হইয়াছে । নেপোলিয়ান যে অসাধারণধীশক্তিসম্পন্ন ও প্রতিভাশালী ছিলেন, এ কথা আমরা স্বীকার করি ; কিন্তু তাহকে মহাপুরুষ বলিয়া স্বীকার করা যায় না । যে দিন ফ্রান্স তাহার হাতে আসিয়াছিল, ফ্রান্সকে তিনি সে অবস্থায়ও রাখিয়া যাইতে পারেন নাই । আসিয়া যাহা পাইয়াছিলেন, যাইবার সময় ফ্রান্স তদপেক্ষ ক্ষীণতর, দুৰ্ব্বলতর, নিঃস্বতর । ইহাকে মহাপুরুষ বলিতে পারি না । আবটুসাহেব ইহাকে মহাপুরুষরূপে । পরিচিত করিতে চেষ্টা করিয়াছেন। সে চেষ্টা ব্যর্থ হইয়াছে। কিন্তু দেখিতে পাই ষে, নেপোলিয়ানের জীবনচরিতের মধ্যে