বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৫৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ودون به সমস্ত বিরোধের, সমস্ত প্রতিকুল প্রমাণের মুখে তাহাকে এ বিশ্বাস যুদ্ধ করিয়া জয় করিয়া লইতে হুইবে । তাহাকে ভাল না বাসে, না বাসুকৃ ; যদি ইতিমধ্যে তাহাকে সন্দেহ করিয়া, ঘৃণা করিয়া হেমনলিনী আর কাহারে সহিত বিবাহের প্রস্তাবে সম্মত হইয়া থাকে, তা হউকু ; কিন্তু একবার তাহীকে সব কথা শুলিতেই হইবে, তাহাকে বিশ্বাস করিতেই হইবে, তাহার পরে দুইজনে ষে যাহার আপন আপন পথ নিৰ্ব্বাচন করিয়া লইবে । এই বলিয়া রমেশ আবার চিঠি লিখিতে ৰসিল । একবার লিখিতেছে , একবার কাটিতেছে, এমন-সময়—“মহাশয়, আপনার নাম ?”—শুনিয়া চমকিয় মুখ তুলিল । দেখিল, একটি প্রৌঢ়বয়স্ক ভদ্রলোক, পাক৷ গোফ, ও মাথার সামনের দিকূটার পাতলা চুলে টাকের আভাস লইয়া সম্মুখে উপস্থিত । রমেশের একান্ত নিবিষ্ট চিত্তের মনোযোগ চিঠির চিন্তু হইতে অকস্মাৎ উৎপাটিত হইয়া ক্ষণকালের জন্ত বিভ্রাস্ত হইয়া রহিল । “ আপনি ব্ৰাহ্মণ ? নমস্কার । আপনার নাম রমেশবাবু—সে আমি পূৰ্ব্বেই খবর লইয়াছি—তবু দেখুন, আমাদের দেশে নামজিজ্ঞাসাটা পরিচরের একটা প্রণালী । ওটা ভদ্রত। আজকাল কেহ কেহ ইহাতে রাগ করেন। আপনি যদি রাগ করির। থাকেন ত শোধ তুলুন ! আমাকে জিজ্ঞাসা করুন, আমি নিজের নাম বলিব, বাপের নাম ৰলিব, পিতামহের নাম বলিতে আপত্তি কল্পিৰ না - রমেশ হাসিয়া কহিল—“আমার রাগ এত বঙ্গদর্শন । হেমনলিনী যদি ৷ ৩য় বর্ষ, চৈত্র । বেশি ভয়ঙ্কর নয়, আপনার একলার নাম পাইলেই আমি খুসি হইব ।” “আমার নাম ত্ৰৈলোক্য চক্ৰবৰ্ত্তী । পশ্চিমে সকলেই আমাকে ‘খুড়ো' বলিয়। জানে। আপনি ত হিসটি, পড়িয়াছেন ? ভারতবর্ষে ভরত ছিলেন চক্রবত্তী রাজ{— আমি তেমনি সমস্ত পশ্চিমমুল্লুকের চক্রবর্তী খুড়ে । যখন পশ্চিমে যাইতেছেন, তখন অামার পরিচয় আপনার অগোচর থাকিবে না । কিন্তু মশায়ের কোথায় ষা ওয়া হইতেছে ?” * রমেশ কহিল—“এথলে। ঠিক করিমু উঠিতে পারি নাই ।” ত্ৰৈলোক্য । আপনার ঠিক করিয়া উঠিতে বিলম্ব হয়, কিন্তু জাহাজে উঠিতে ত দেরি সহে নাই ।” রমেশ কহিল—“একদিন গোয়াঙ্কন্দে নামিয়া দেখিলাম, জাহাজে বশী ' দিয়াছে। তখন এটা বেশ বোঝা গেল, আমার মন স্থিয় করিতে যদি-বা দেরি থাকে, কিন্তু জাহাজ ছাড়িতে দেরি নাই । সুতরাং যেটা তাড়াতাড়ির কাঙ্ক, সেইটেহ তাড়াতাড়ি সারিয়া ফেলিলাম ।” ত্ৰৈলোক্য ! নমস্কার মহাশয় আপনার প্রতি আমার ভক্তি হইতেছে । অামাদের সঙ্গে আপনার অনেক প্রভেদ । আমর8 আগে মতি স্থির করি, তfহার পরে জাহাজে চড়ি- কারণ আমরা অত্যন্ত ভীরুস্বভাব । আপনি যাইবেন, এটা স্থির কুরিরাছেন, অথচ কোথায় যাইবেন, কিছুই স্থির করেন, নাই, এ কি কম কথা ! পরিৰার সঙ্গেই अप्झिन ? - ●