পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৫৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ծ Կ8 স্বাছে, তাহ একেবারে প্রত্যক্ষ, সুতরাং উৎসাহ না দিয়া কি করি । ছেলেটার বিদ্যে বেশি নেই, যেটাও আছে, সেটাও যদি উৎসাহের অভাবে নষ্ট হইয়া যায় ত বড় আক্ষেপের বিষয় হইবে—অস্তত যে কয়দিন আমরা ষ্টীমারে আছি। ওরে উমেশ, কাল কিছু নিমপাত জোগাড় করিয়া আনিস—যদি উচ্ছে পাস্, আরো ভাল হয়—ম, স্বত্ত নিট। নিতান্তই চাই---আমাদের আয়ুৰ্ব্বেদে বলে —থাক্‌, আয়ুৰ্ব্বেদের কথা থাকু, এদিকে বিলম্ব হইয়া যাইতেছে । উম্শে, শাক গুলে। বেশ করে’ ধুয়ে নিয়ে আয় ! রমেশ এইরূপে উমেশকে লইয়া যতই সন্দেহ কয়ে,—খিটখিটু করে, উমেশ ততই যেন কমলার বেশি করিয়া আপনায় হক্টর উঠে । ইতিমধ্যে চক্ৰবৰ্ত্তা তাহার পক্ষ লওয়াতে রমেশের সহিত কমলার দলটি যেন বেশ একটু স্বতন্ত্র হইয়া আসিল । রমেশ তাহার স্বল্প বিচারশক্তি লইয়া একদিকে এক1, কুন্তদিকে কমলা, উমেশ এবং চক্ৰবৰ্ত্তী তাহাদের কৰ্ম্মস্থত্রে, স্নেহস্থত্রে, আমোদ-আহলাদের স্থত্রে ঘনিষ্ঠভাবে এক । এই দলের মধ্যে, আপনাকে মিলাইবার ক্ষমতা রমেশের নাই —সে চিত্ত করে, তর্ক করে, কৰ্ত্তব্যের মধ্যে, সম্বন্ধের মধ্যে সূক্ষ্ম সুক্ষ রেখায় গণ্ডী অঁাকে, • কোনো জায়গায় আপনাকে অবাধে ছাড়িয়া দিতে পারে না । চক্রবর্তী আসিয়া অবধি তাহার উৎসাহের সংক্রামক উত্তাপে রমেশ কমলাকে পুৰ্ব্বাপেক্ষ বিশেষ ঔৎস্থক্যের সহিত দেখিতেছে, কিন্তু তবু দলে মিশিতে পারিতেছে না । বড় জাহাজ যেমন ভাঙায় ভিড়িতে চায়, কিন্তু জল কম বলিয়। তাহাকে वञन-नि । ৩য় বর্ষ, চৈত্র । তফাতে নোঙর ফেলিয়া দুর হইতে তাকাইয়া, থাকিতে হয়, এদিকে ছোট ছোট ডিঙি-পাক্ষসীগুলো অনায়াসেই তীরে গিয়া ভিড়ে, রমেশের সেই দশা হইয়াছে । 德 পূর্ণিমার কাছাকাছি একদিন সকালে উঠিয়া দেখা গেল, রাশিরাশি কালে মেঘ দলে দলে আকাশ পূর্ণ করিয়া ফেলিয়াছে । বাতাস এলোমেলে। বহিতেছে । বৃষ্টি একএকবার আসিতেছে, অর্ণবণর এক একবার ধরিয়া-গিয়। রৌদ্রের আভাস ও দেখা যাইতেছে । মাঞ্চগঙ্গয় আজ আর নৌকা নাই, ছু একখানা য। দেখা যাইতেছে, তাহণদের উৎকষ্ঠিত ভাব স্পষ্টহু বুঝা যায় । জলাথিনী মেয়ের। আজ ঘাটে অধিক বিলম্ব করিতেছে ন। জলের উপরে মেঘবিচ্ছুরিত একটা রুদ্র আলোক পড়িয়াছে এবং ক্ষণে ক্ষণে নদীনার এক তার হইতে আর-এক তার পর্য্যস্ত শিহরিপ্ল। উঠিতেছে । a * ঠামার যথানিয়মে চলিয়াছে । দুর্যোগের নান। আগু বিবার মধ্যে কোনমতে কমলার রাধাবাড়। চীক তে লাগিল । . চক্রবর্তী আকাশের দিকে চাহিয়) ক ছিলেন, “মা, ওবেলা যাহাতে রাধিতে না হয়,তাহার ব্যবস্থা করিতে হুইবে । তুমি খিচুড়ি চড়াইয়। দাও, আমি ইতিমধ্যে রুটি গড়িয়া রাখি।” 辑 খাওয়াদাওয়া শেষ হইতে আজ অনেক বেলা হইল । দমকা হাওয়ার জোর ক্রমে বাড়িয়া উঠিল । নদী ফেনাইর ফেনাইয়া ফুলিতে লাগিল । স্থৰ্য্য অস্ত গেছে কি না, বুঝা গেল না । সকাল সকাল ষ্টীমার ‘নোঙর ফেলিল । ● يجوجية সন্ধ্য। উত্তীর্ণ হইরা গেল । ছিন্নবিচ্ছিল্প