পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ সংখ্যা । ] প্যারাসেল্সাস । ৩২৯ নামক মাসিকপত্র হইতে এ-বছরের এপ্রিল ংখ্যায় কুমারী আনা, এম্‌, ইডার্টের লিখিত প্যারাসেলসাসের সংক্ষিপ্ত বিবরণ হইতে উপরে সারোদ্ধার ও স্থানে স্থানে অনুবাদ করিয়া লইয়াছি—এখন তাহার দুটি কথা তুলিয়া প্যারাসেলসাসের ইতিহাস ক্ষান্ত করি। ষ্টডাট বলিতেছেন— à The naturo of this grcat man was volcanic. . . . . . . . God necdcd a naturc to reform science He needed volcanic just as Supcrlative courago to reform the Church. Paracelsus was to thc one what Luther was to the other and by his friends was called “the other Luthcr". প্যারাসেলসাস লুথরের সমসাময়িক ছিলেন । ষ্টডটের প্রবন্ধের উপসংহারে আছে— The man belonged to the whole much as did Socrates, Mlarcus Aurclius, Saint Francis în the West, as 13uddha, Ramananda, Chaitanya in the East and it is time that West and East awoke to recognise his claim upon their gratitude.–কথাটা যদিও বিচাৰ্য্য,তবু এটি নিশ্চয় যে, প্রাচী যদি জাগিত, তাহার তৃষ্ণ যদি বলবতী হইত,আত্মপুষ্টির জন্ত নানা দিগদেশ হইতে জীবনের রস আহরণ করা যদি তাহার অনিৰায্য হইত, তবে হয় ত এখানেও আজ প্যারাসেলসাসের ডাক পড়িত, র্তাহার Paragrauurn ভারতের ভাষায় অনুদিত হইত-কিন্তু তাহ কোথায় ? যাই হোক, world as ইতিমধ্যে আমরা রবার্ট ব্রাউনিংএর হস্তে নিত্য-মানবলোকে উত্তোলিত প্যারাসেলসাসের সার জীবন দেখিয়া একটি জীবনপূর্ণ শোণিতোষ্ণ কবিত্বের আস্বাদন করিয়া লঙ্গ । প্যারাসেলসাস্ কাব্যখানি ৫ খণ্ডে বিভক্ত। প্রতি থণ্ডের উপরে একটি কয়িয়া নাম আছে – (১) “প্যারাসেলসাসের আশার উদ্যম”, (২) “প্যারাসেলসাস পাইলেন”, (৩) “পারসেলসাস, (৪) “পুনরায় প্যারাসেলসাসের আশার উদাম” এবং (৫) “প্যারাসেলসাস পাইলেন”—ক্রমান্বয়ে এইরূপ পাচটি নামে খণ্ডগুলি চিহুিত । প্রথম খণ্ডে প্যারাসেলসাস র্তাহার বিরাঢ় উদেখ হৃদয়ে লইয়া অমিত উদ্যমে অনন্তরহস্যময় বিশ্বসংসারের দিকে ঝর্ণপাইয়। পড়িতেছেন । র্তাহার বন্ধু ফেষ্টাস ও তৎপত্নী মাইকলের সঙ্গে কথাবাৰ্ত্তায় প্রথম খণ্ডে একদিকে প্যারাসেলসাসের সেই অমিত উদ্যম, মনোরহস্তবিষয়ে তাহার গৃঢ় দশন এবং প্রবল অমুসন্ধিৎস। --অার একদিকে সেই সহৃদয় মুন্দর বন্ধুদম্পতির শাস্ত জীবনপ্রবাহ সম্যক্ ব্যক্ত হইয়াছে। দ্বিতীয় খণ্ডে প্যারাসেলদাস হতোদ্যম, ভগ্নহৃদয়,–কিন্তু প্রেমসার বা সৌন্দর্য্যসার ইটালীয় কবি ‘অ্যাপ্রিলে’র সাক্ষাংলাভে মানুষের ভাবরাজ্যে লব্ধদৃষ্টি । তৃতীয় ও চতুর্থ খণ্ডে প্যারাসেলসাস জীবনের গতি উণ্টাইয়া দিতেছেন। পঞ্চম খণ্ডে মৃত্যুর ছায়ায় সহসা স্থির হইয়। প্যারাসেলসাস আপনাকে সহজেই পাইতেছেন,—মানুষকে যে সব অজ্ঞানের ভূতে পাইয়া জীবনের একদেশে বসাইয়া রাথে