পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৪৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতীক্ষা । প্রেম এসেছিল, চলে গেল সে যে খুলি দ্বার, আর কভু আসিবে না। বাকি আছে শুধু আরেক অতৃিথি আসিবার তারি সাথে শেষ চেন । সে আসি প্রদীপ নিবাইয়া দিবে একদিন, তুলি ল’বে মোরে রথে। নিয়ে যাবে মোরে গৃহ হ’তে কোন গৃহহীন গ্ৰহতারকার পথে ! ততকাল আমি এক বসি’ র’ব খুলি দ্বার, কাজ করি’ ল’ব শেষ। দিন হ’বে যবে আরেক অতিথি আসিবার পাবে না সে বাধালেশ । পূজা আয়োজন সব সারা হবে একদিন, প্রস্তুত হ’য়ে র’ব, নীরবে বাড়ায়ে বাহ-দুটি সেই গৃহহীন অতিথিরে বরি’ ল’ব ! যে জন আজিকে ছেড়ে চলে গেল খুলি দ্বার, সেই বলে গেল ডাকি', মোছ আঁখিজল, আরেক অতিথি আসিবার এখনো রয়েছে বাকি ! সেই বলে’ গেল, গাথা সেরে নিয়ে একদিন জীবনের কাটা বাছি, নবগৃহমাঝে বহি’ এনে, তুমি গৃহহীন, পূর্ণ মালিকাগাছি।