পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সংখ্যা । ] छूखिक्रनैज़िउ छांब्रtङ । ృశ్ళిd ভাসিয়ে বড়, শাস্ত জলে, তুলি লহরলীলা, সাতার কেটে', খেলেছে যে কত মুখের খেলা । কোনদিন বা একল বধু

  • এসে নদীর তীরে, চোথের জলে কলস ভরে’

গেছে ঘরে ফিরে” । মুখের দুখের কত হাওয়া লেগেছে তোর গায়, দ্রুত-মনে কতই ছন্দে ভেসে গেছিস্ তায় ! কখনো বা মাটির দরে পেয়েছিল রে সোনা, কখনো বা পানি কিছু মিথ্যা সে সব গোণা । আজকে যাহা পেলি তাহ সবার চেয়ে সরস, ভবের জনম সফল, পেয়ে রাঙা-চরণ-পরশ.J ඕ;– ছভিক্ষপীড়িত ভারতে। Ե রাজপুতরাজার গৃহে । আমুকে পান্থশালায় লইয়া যাইবার জন্ত উদর উপর দিয়া ঘোড়ার ছুট৷ চলিল। চালু পুরমহারাজার আদেশক্রমে একটা “ল্যাণ্ডেী"- ভূমির ধীরে ধারে ক্ষুত্র, স্তম্ভশ্রেণী ও গোলাপীগাড়ি আসিয়া হাজির হইল। অশ্বযুগল নিখুৎ রঙের একটা প্রকাও অট্টালিকা। একটি সাজসজ্জায় সজ্জিত। বালুকাময় চালুভূমির সরোবরের তীরে—শৈলভূমির . উপর—