পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*●● দেখিয়া তাহাঙ্গ মাকে সম্বোধন করিয়া *footo-Mamma, Mamma, look, iots of Babus are coming t <tato ছেলের এমন দুৰ্গতি আর কি হইত্তে পারে! বড় হইয়া স্বাধীন রুচি ও প্রবৃত্তি ৰশত বাহারা সাহেৰিচাল অবলম্বন করে, তাহার করুক,কিন্তু তাঁহাদের শিশু-অবস্থার যে সকল বাপমা বহু অপব্যয়ে ও বহু অপচেষ্টার সন্তানদিগকে সকল সমাজের বাহির করিয়া দিয়া স্বদেশে অযোগ্য এবং বিদেশে অগ্রাহ করিয়া তুলিতেছে, “সন্তানদিগকে কেবলমাত্র কিছুকাল নিজের উপার্জনের নিতান্ত অনিশ্চিত আশ্রয়ের মধ্যে বেষ্টন করিয়া রাথিয়া ভবিষ্যৎ জ্বৰ্গতির জন্ত বিধিমতে প্রস্তুত করিতেছে, এই সকল অভিভাবকদের নিকট হইতে বালকগণ দুয়ে থাকিলেই কি অত্যন্ত স্থশ্চিন্তার কারণ ঘটবে ? আমি শেষোক্ত দৃষ্টান্তটি যে দিলাম, তাহার একটু কারণ আছে। সাহেবিয়ানায় র্যাহারা अछाख् नन, uहे नृटेड ऊँशनिशश्क ७दशভাবে আঘাত করবে। তাহার নিশ্চয়ই মনে মনে ৰলিবেন, লোকে কেন এটুকু বুঝিতে পারে না—কেন সমস্ত ভবিষ্যৎ ভুলিয়া কেবল নিজের কতকগুলা বিকৃত অভ্যাসের অন্ধতায় ছেলেদের এমন সৰ্ব্বনাশ করিতে বসে , কিন্তু মনে রাখিবেন, যাহারা সাহেবিস্থানায় অভ্যস্ত, তাহার এই কাগু অতি সহজেই করিয়া থাকেন, তাহার সন্তানদের ষে কোনোপ্রকার অভ্যাসদোষ ঘটাইতেছেন, তাহ মনেও করিতে পারেম না । ইহাতে এইটুকু বোঝা উচিত, আমাদের নিজেদের झछसेनि ! [७é वर्ष, जॉवांछ মধ্যে ষে সকল বিশেষ বিকৃতি আছে, তাহার সম্বন্ধে আমরা অনেকটা অচেতন—তাহ আমাদিগকে এত বেশি পাইয়া বসিয়াছে যে, তাহাতে করিয়া আর কাহারো অনিষ্ট-অসুবিধা হইলেও আমরা উদাসীন থাকি। আমরা মনে করি, পরিবারের মধ্যে নুনাপ্রকার রোষ-দ্বেষ, অন্তায় পক্ষপাত, বিবাদ-বিরোধ, নিন্দা-গ্লানি, কুঅভ্যাস-কুসংস্কারের প্রান্ধৰ্ভাব থাকিলেও পরিবার হইতে দূরে থাকাই ছেলেদের পক্ষে সৰ্ব্বাপেক্ষ বিপদ। আমরা ষাহীর মধ্যে মানুষ হুইয়াছি, তাহারি মধ্যে আর-কেহ মানুষ হইলে ক্ষতি আছে, এ কথা আমাদের মনেও আসে না। কিন্তু মানুষ করিবার আদর্শ যদি খাটি হয়, যদি ছেলেকে আমাদের মতই চলনসই কাজের লোক করাকেই আমরা যথেষ্ট না মনে করি, তবে এ কথা আমাদের মনে উদয় হইবেই যে, ছেলেদিগকে শিক্ষাকালে এমন জায়গায় রাখা কৰ্ত্তব্য, যেখানে তাহারা স্বভাবের নিয়মে বিশ্বপ্রকৃতির সহিত ঘনিষ্ঠ হইয়া ব্ৰহ্মচৰ্য্য পালনপূর্বক গুরুর সহবাসে জ্ঞানলাভ করিয়া মানুষ হইয়া উঠিতে পারে। ক্রণকে গর্ভের মধ্যে এবং বীজকে মাটির মধ্যে নিজের উপযুক্ত খাদ্যের দ্বারা পরিবৃত হইয়া গোপনে থাকিতে হয়। তখন দিনরাত্রি তাহার একমাত্র কাজ খাদ্যশোষণ করিয়া নিজেকে আকাশের জন্ত, আলোকের জন্ত প্রস্তুত করা । তখন সে আহরণ করে ন, চারিদিক হইতে শোষণ করে , প্রকৃতি তাহাকে অমুকুল অন্তরালের মধ্যে আহার দিয়া ८र्यहेन कब्रिब्र ब्रांदर्थ-वांश्रिङ्गब नांनी जांघांउঅপঘাত তাহার নাগাল পায় না, এবং নানা