পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పితిశి बश्रमव्ञर्म । [ ৬ষ্ঠ বর্ষ, শ্রাবণ । . প্রভৃতি শব্দে একারের মৃদুচ্চারণ হইয়া থাকে ; কিন্তু হেন, যেন, কেন, এতবার, এতকাল, এখন, কেমন, বেড়া, ভেড়া ইত্যাদি শব্দে একারের উচ্চারণ প্রশস্ত হয় ; ইহার মধ্যে বিশেষ কোন নিয়ম পরিলক্ষিত হয় না। আধুনিক লেখকগণ যেস্থানে একারের প্রশস্তোচ্চারণ হইবে, সেস্থানে একারের স্থলে ৰফল ও আকার দিয়া থাকেন। যেমন, “নিজেরে না দ্যাখে চক্ষু”, “আরে ব্যাট, তুই কি বলিস্ ?” অর্থাৎ যেস্থলে দেখে এবং বেটা লিথিয়া একারের প্রশস্তোচ্চারণ করিতে হয়, সেস্থলে একারের পরিবর্তে যক্ষলা ও আকার ব্যবহৃত হইয়াছে। একারের যে একটি মৃদু, আর একটি প্রশস্ত উচ্চারণ আছে, তৎপ্রতি প্রণিধান না করাতেই এইরূপ লেখা হইয়া থাকে, কিন্তু ইহা নিতান্ত ভ্রমসন্ধুল ; কারণ, “ব”র প্রকৃত উচ্চারণ (ই অ )র কায়, তাহাতে আকার দিলে ( ই অ' ) হয়, স্বতরাং বা লিখিলে তাহার প্রকৃত, উচ্চারণ কথঞ্চিৎ “বিয়া”র দ্যায় হয়, প্রশস্ত “বে”র ন্যায় হয় না। আমরা ঘৃণার্থে “বিয়াটা” বলিতে চাহি না, প্রশস্তোচ্চারিত “বেটী” বলিতে চাহি । ইংরেজী Padশব্দ বাঙলাতে লিখিতে প্যাড, লুধিয়া থাকে ; যদি তাহা ঠিক হইত, তবে বাঙল ব্যাস, ব্যাধ ইত্যাদি শব্দ ইংরেজীতে bas, badh ইত্যাদি লিখিতে হইত। কিন্তু ব্যাস এবং basএর উচ্চারণ এক নহে ; ব্যাসশব্দকে ইংরেজীতে লিখিতে হইলে byas, লিখিত্তে হয় ; অতএব pad এবং “প্যাড-এর উচ্চারণ এক হইতে পারে মা । সুতরাং প্রশস্ত-একার-স্থলে স্ন্যা ব্যবহার করা দুৰণীয়, য়্যা এবং প্রশস্ত -এ-তে উচ্চারণের অনেক প্রভেদ, ইহা জানিয়া উক্ত কুৎসিত ব্যবহার নিরীকরণ করা বিধেয় । ம், 8 o স্বরবর্ণমধ্যে ঐ এবং ঔ, এই অক্ষরস্বয়কে স্বতন্ত্রবর্ণ বলা যায় না, ইহাদিগকে যুক্তবর্ণ বলিতে হয়। ইংরেজীতে এইপ্রকার বর্ণকে diphthong *(* I <fìrò ësfacitæ সারে উহাদিগকে আমরা অই, এবং অউ, বলিয়া থাকি। এক্ষণে আমরা জানিতে চাই যে, এই দুই বর্ণ প্রকৃতপক্ষে স্বতন্ত্র কি যুক্ত বর্ণ এবং আমাদের উচ্চারণ ঠিক কি না ? দেখিতেছি, আমাদের ভাষাতে দুই স্বর একত্র হইলে তাহাদের উচ্চারণ যেরূপ হয়, তাহা ব্যাকরণের সন্ধিস্থত্রে ব্যবস্থিত আছে, সেই যুক্তোচ্চারণ হইতে চারিটি অতিরিক্ত বর্ণের স্বষ্টি হইয়াছে। যথা— . अ+4=थै ञ+७= डे हे+ञ = श् उँ+ञ = व উক্ত-বর্ণচতুষ্টয়-মধ্যে ঐ এবং ঔ এই দুইটি স্বর, আর য এবং ব এই দুইটি কিঞ্চিংপরিমাণে ব্যঞ্জনের দ্যায়, এইজন্ত ইহারা স্বরবর্ণমধ্যে পরিগণিত না হইয়া ব্যঞ্জনবর্ণের শেষভাগে অন্তঃস্থবৰ্ণমধ্যে সন্নিবিষ্ট হইয়াছে। ইহারা যে যুক্তস্বর, তাহা না জানিয়া আমরা ইহাদের অশুদ্ধোচ্চারণ করিয়া থাকি । বখন “অ’ এবং “এ”র যোগে ঐকারের উৎপত্তি, তখন উহার উচ্চারণ অই না হইয় অঞ, অর্থাৎ সম্পূর্ণ জ এবং অৰ্দ্ধ একারের মিলনে যেরূপ উচ্চারণ হওয়া স্বাভাবিক, সেইরূপ হওয়া উচিত। অ, এ বর্ণায়কে এন্ডভাবে