পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ সংখ্যা । ] বঙ্কিমচন্দ্র ও স্বদেশীভাব । ● প্রিয় কৃতবিদ্যগণের প্রায় স্থির জ্ঞান আছে যে, তাহাদিগের পাঠের যোগ্য কিছুই বাঙ্গালাভাষায় লিখিত হইতে পারে না । র্তাহীদের বিবেচনায় বাঙ্গালাভাষার লেখকমাত্রই হয় ত বিস্তাবুদ্ধিহীন, লিপিকৌশল শূন্ত ; নয় ত ইংরাজিগ্রন্থের অনুবাদক।” বঙ্কিমবাবু এইরূপ দুঃখ করিয়া পরে বঙ্গবাসিগণের নিকট র্তাহার অতুলনীয় ভাষায় নিতান্ত সত্য তথ্যবিজ্ঞাপন করিয়াছিলেন যে— “আমরা যত ইংরাজি পড়ি, যতু ইংরাজি কহি বা যত ইংরাজি লিখি না কেন, ইংরাজি কেবল আমাদিগের মৃতসিংহের চৰ্ম্মস্বরূপ হইবে মাত্র। ডাক ডাকিবার সময় ধর পড়িব । “নকল ইংরাজ অপেক্ষ খুঁটি বাঙ্গালী পূহণীয় । ইংরাজিলেখক, ইংরাজিবাচক সম্প্রদায় হইতে নকল ইংরাজ ভিন্ন কখন খাটি বাঙ্গালীর সমুদ্ভবের সম্ভাবনা নাই। যতদিন না সুশিক্ষিত জ্ঞানবন্ত বাঙ্গালীরা বাঙ্গালাভাষায় আপন উক্তিসকল বিন্যস্ত করিবেন, ততদিন বাঙ্গালীর কোন উন্নতির সস্তাবনা নাই।” এই ধ্রুবসত্য বঙ্কিমবাবু ঘোষণা করিয়া দিয়া গিয়াছেন। তিনি আক্ষেপের সহিত বলিয়াছিলেন যে— ‘

  • এ কথা কৃতবিদ্য বাঙ্গালীর কেন যে বুঝেন না; তাহ বলিতে পারি না। যে উক্তি ইংরাজিতে হয়, তাহা কয়জন বাঙ্গালীর হৃদয়ঙ্গম হয় ? সেই উক্তি বাঙ্গালায় হইলে ' কে তাহ হৃদয়ঙ্গম করিতে না পারে ? যদি কেহ মনে করেন যে, সুশিক্ষিত

দিগের উক্তি কেবল সুশিক্ষিতদিগেরই বুঝ প্রয়োজন, সকলের জন্ত সে সকল কথানছে, তবে তাহারা বিশেষ ভ্রান্ত । সমস্ত বাঙ্গালীর উন্নতি না হইলে দেশের কুেল - মঙ্গল নাই । “সমস্ত দেশের লোক ইংরাজি বুঝে না, কস্মিন কালে বুঝিবে, এমত প্রত্যাশা কর। ষায় না। সুতরাং বাঙ্গালায় যে কথা উক্ত ন হইবে, তাহা তিনকোটি বাঙ্গালী কখন বুঝিবে না, বা শুনিবে না, এখনও শুনে না, ভবিষ্যতে কোনকালেও শুনিবে না। ষে কথা দেশের সকল লোকে বুঝে না, বা শুনে না, সে কথায় সামাজিক বিশেষ কোন উন্নতির সম্ভাবনা নাই।” ● দেখুন, বঙ্কিববাবুর এই সকল কথাতে তাহার স্বদেশীভাব কেমন বুঝা যাইতেছে। আমরা বেশ দেখিতে পাইতেছি যে, তাহার স্বদেশীভাবের পবিত্র নিবার হইতে র্তাহার মাতৃভাষাসেবী, বঙ্গভাষায় রচিত গ্রন্থ ও-প্রবন্ধপরম্পর নিঃস্থত হইয়াছিল। বঙ্কিমবাবুরস্বদেশ, জনকতক ইংরেজিশিক্ষিত লোক লইয় নহে । তিনকোটি লোক তাহার স্বদেশতিনকোটি লোকের শিক্ষার বিষয় মনে করিয়া তিনি বাঙ্লা লিখিতে প্রবৃক্ত হইয়াছিলেন। তাহার হৃদয় তিনকোটি স্বদেশবাসীকে মাতৃভাষায় সম্ভাষণ ও আলিঙ্গনকরণার্থ পিপাস্তু হইয়াছিল। . এইহেতু ইংরেজিভাষায় বঙ্কিমবাৰুর অসাধারণ দখল থাকা সত্ত্বেও তিনি ইংরেজিরচনাতে যশোলাভ করার কুহকে মজেন নাই, মাতৃভাবাসেৰাপাৰ,হন নাই। সত্য বাট, fsf Attru Rajmohan's wife atav