পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ সংখ্যা । ] 역 কিন্তু সেই বিপন্ন। বালিকার করুণ মুখচ্ছবি সৰ্ব্বদা তাহার পাশে-পাশে ঘুরিয়া তাহাকে উন্মত্তপ্রায় করিয়া তুলিল। একদিন প্রাতঃকালে সে তেওয়ারিজিকে একাস্তে ডাকিয়া তাহার চরণদ্বয় জড়াইয়া ধরিল । তেওয়ারিজি সমস্ত শুনিলেন এবং দুইবিন্দু অশ্রু ফেলিয়া বলিয়া উঠিলেন, “হা রামচন্দ্র, কি সৰ্ব্বনাশ !” মনুষ্যচরিত্রের উপর তেঁওয়ারিজির অগাধ বিশ্বাস ছিল, বিশেষত অল্পবয়স্ক নরনারীর প্রতি। তিনি প্রথমদিন হরিয়ার এই অপবাদকাহিনী শুনিয়াই শিহরিয়া উঠিয়াছিলেন এবং ক্রমাগত আপনার মনে প্রশ্ন করিয়াছিলেন, "সরলা বালিকা—সে এমন ভীষণ কাজ করিল ! এ কি সস্তব !” • আজ গুরুদয়ালের মুখে সব কথা শুনির তাহার কোমল হৃদয় গলিয়া গেল-“অভাগিনী বালিকা, আজ তার বিন দোষে একি নির্যাতন! হা ভগবান, তুমি কোথায় ।” তেওয়ারিজি অশ্রুপূর্ণনেত্রে ক্ষণকাল স্তব্ধ হইয়৷ রছিলেন। ইহার পর গুরুদয়াল থান হইতে খুবর আনিল, ম্যাজিষ্ট্রেটের বিচারফলে হরিয়া দাররা-সোপরদ হইয়াছে । আর পরে তাহার বিচার। তেওয়ারিজি মৌনভঙ্গু করিয়া বলিলেন, “তাই ত বচ্চা, কি করি । চল একবার লালজির কাছে যাওয়া যাকৃ। রাজদরবারে র্তাহার "যথেষ্ট প্রতিপত্তি, তিনি যদি কিছু করিতে পারেন।” তেওয়ারিজি তৎক্ষণাৎ উত্তীয়মাত্র গ্রহণ করিয়া লালাজির গৃহাভিমুখে ধাবিত হইলেন। গুরুদয়াল সঙ্গে সঙ্গে চলিল । লালাজি অমুচরবর্গে বেষ্টিত হইয়া তেমনি একমাস মাসেসার । ३४७ সভা উজ্জ্বল করিয়া বসিয়াছিলেন। তেওয়ারিজি সব কথা বলিয়া লালাজির হস্তধারণ করিয়া - বলিলেন, “বাবুসাহেব, গরিবের এ উপকার করিতেই হইবে। আপনি ভিন্ন অভাগিনী বালিকার উদ্ধারের আর কোন আশা নাই!” আজ স্বয়ং তেওয়ারিজি লালজির করুণাভিখারী !—বিধাতা আজ স্বহস্তে বিজয়মাল্য লালজির গলায় পরাইয়। দিলেন । গৰ্ব্ববিষ্কারিতবক্ষ লালজি একবার করুণ৮ কটাক্ষে অনুগতজনের প্রতিদৃষ্টিপাত করিলেন। তাহারা সসন্ত্রমে উঠিয়া দাড়াইল । তখন বিপুল গুম্ফরাশি দুই হস্তে যথাসাধ্য বিমৰ্পিত করিয়া গম্ভীরভাবে লালাজি বলিলেন, “যখন স্বয়ং আপনি অনুরোধ করিতেছেন, তখন আমার যথাসাধ্য আমি করিবই। আপনি ‘বেপরওয়া থাকুন।” আশ্বাসলাভ করিয়া তেওমারিজি কতকটা নিশ্চিন্তমনে গৃহে ফিরিলেন । e * سty লালজি তেওয়ারিজিকে আশ্বাস দিয়াছিলেন বটে, কিন্তু এই একটা গভীর আশঙ্গ তাহাকে এ কয়দিন অনুক্ষণ আকুলিত করিতেছিল— “যদি তিনি এবার আসেসর নির্বাচিত না হন ! এবার ত গ্রামের লোকের নিকট তাহার পরাজয়কাহিনী গোপন থাকিবে না।” কিন্তু বিধাতা মুখ তুলিয়া চাহিলেন। এবারকার সেশনেও তিনি• আহত হইলেন । যাত্রার পুৰ্ব্বদিন লালাজি স্বগৃহে এক দরবার করিলেন এবং সেদিন মুবাসিত তাম্ৰকুটধূমরাশির সঙ্গে তাতার মহিষশৃঙ্গনিন্দী গুস্ফযুগ মুহুমুহু আন্দোল্লুিত করিয়া বিস্ময়বিহবল শ্ৰোতৃবৃন্দের মনে দৃঢ়ভাবে অঙ্কিত করিয়া