পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্মরণ । সেই গৃহ পড়ে’ আছে তোমার করুণীগাছে আজি কত ফুটি আছে রাঙা ফুলদলু বিশ্ববিটপীর শিরে বসন্তপবনে ধীরে পূজার ত্রিপত্র তব ফুটেছে কোমল। তেমনিই ঘণ্টা বাজে সন্ধ্যা-আরতির মাঝে তেমনি উজলে চুড়া শালগ্রামশিরে ধুপধুনাগন্ধ বহি বায়ু আসে রহি রহি তোমার আশিষসম মম অঙ্গ ঘিরে। ভাঙাঘাটে সে সোপান এখনো বিরাজমান তব পদধূলা বুঝি আজো আছে তায় উপরে সে বেণুবন বামে তব নিকেতন যেথা হ’তে কতদিন ডেকেছ আমায়। নদীপারে দেখি চেয়ে সেই ইক্ষু আছে ছেয়ে কুলে সে পিটুীতরু ঝুরুঝুরু কাপে চঞ্চল জলের বুকে তারি ছায়া গুয়ে সুখে নিশ্চিন্ত শিশুর মত এ বৈশাখ যাপে । হে জননি ! হেথা আজ বসে’ আছি জুলি’ কাজ ভাবি মনে তুমি যেন বহি’ এ সোপান সুবর্ণডিঙির পরে আরোহি বিশ্রামতরে কোন নব পিত্রালয়ে করেছ প্রয়াণ । সেথায় মায়ের কোল ভরি’ হাসি’ উতরোল তুলিছে মধুর বোল তব পদ্মমুখ আমি ছেথ বসি’ বাটে দিবা মোর ব্যর্থ কাটে অশ্রু আর নিরাশার বড়ভরা ৰূৰ ।