পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সংখ্যা । ] অপেক্ষা করুন,ভগবানের বৈকালিক স্নান শেষ অযোধ্যা । Qeo চিরপ্রতিষ্ঠিত করিবার জন্ত কুলপুরোহিত মহৰি yহইলেই আমি সংবাদ দিতেছি।” নারদ গৌরমুখকে আহবান করিলেন। মহর্ষি গৌর অপেক্ষা করিলেন। ভগবান প্রমদাগণসহ সরসী হইতে উখিত হইয়া বস্ত্রপরিবর্তন করিলেই সাম্ব দেবর্ষির আগমনসংবাদ জানাইবার জন্ত সেখানে গমন করিলেন। সঙ্গে সঙ্গে নারদও উপস্থিত। সাম্বকে দেখিয়া বস্তুতই শ্ৰীকৃষ্ণের তরুণী ভাৰ্য্যাদের মধ্যে একটা সন্ত্রম উপস্থিত হইল। র্তাহারা যেন একটু চঞ্চল হইয়া উঠিলেন। দেবর্ষি নারদ অঙ্গুলিসঙ্কেতে ভগবানকে রমণীগণের চাঞ্চল্য প্রদর্শন করিলেন । ভগবান কুপিত হইয়া অচঞ্চল সাধ্বী রুক্মিণী, সত্যভামা ও জাম্ববতী ব্যতীত অন্তান্ত পত্নীদিগকে অভিশাপপ্রদান করিলেন। এদিকে দেখিতে দেখিতে সাম্বের দেহ কুষ্ঠরোগে আক্রান্ত হইল। নিরুপায় সাম্ব দেবর্ষির চরণে নিপতিত হইলেন। তখন দেবর্ষির ক্রোধের উপশম হইয়াছিল। নারদ প্রসন্ন হইয়া সাম্বকে আরোগ্যদাতা ভগবান স্বৰ্য্যের উপাসনা করিতে উপদেশ দিয়া প্রস্থান করিলেন। সাম্ব পঞ্চনদপ্রদেশের চন্দ্রভাগাতীরে এক উদ্যানের মধ্যে স্থৰ্য্যমন্দির নিৰ্ম্মাণ করিয়া সেখানে স্বৰ্য্যপ্রতিমা স্থাপনপূৰ্ব্বক যথাবিধি হুর্যের অর্চনা করিলেন। মিত্রশদের অর্থ স্বৰ্য্য। স্বৰ্য্যের অর্চনার নিমিত্ত ঐ উষ্ঠান নিৰ্ম্মিত হওয়ায় উহার নাম “মিত্রবন” হইল । ভগবান স্বর্ঘ্যের প্রসাদে সাম্বের দেহ হইতে দৃষ্কিণ কুণ্ঠরোগ অন্তৰ্হিত হইল। তিনি স্বৰ্য্যপূজা মুখ বলিলেন, “কুমার, এই স্বৰ্য্যপূজার দান বড়ই গুরুতর, এখানকার ব্রাহ্মণের সুৰ্য্যের দান প্রতিগ্রহ করিবে না। অতএব ভগবান স্বৰ্য্যকে জিজ্ঞাসা করুন, কে তাহার পূজা ও প্রতিগ্রহের ভার গ্রহণ করিবে।” সাম্ব মহর্বি গৌরমুখের উপদেশে ভগবান সুৰ্য্যের অভিমত প্রার্থনা করিলেন । ভগবান্‌ স্বৰ্য্য প্রত্যক্ষ হইয়া সাম্বকে বলিলেন, “কুমার, যে সে ব্রাহ্মণ আমার পুজার দান গ্রহণ করিতে সমর্থ নহে। অতএব বিশেষগুণযুক্ত ব্রাহ্মণ আবশুক । পুণ্যাত্মা নরপতি প্রিয়ত্ৰতের শাসিত শাকদ্বীপ * অতি পবিত্রস্থান। সেখানকার-ব্রাহ্মণ, ক্ষত্ৰিয়, বৈগু ও শূদ্ৰগণ সকলেই সদাচারনিরত। ঐ জনপদে বর্ণসঙ্করের বাস নাই। অতএব ভুমি আমার পূজার নিমিত্ত শাকদ্বীপ হইতে বেদজ্ঞ ব্রাহ্মণগণকে আনয়ন কর । সেখানকার ব্রাহ্মণগণ চারি বেদেই অভিজ্ঞ এবং তেজস্বী। তাহারাই আমার পূজার বিশেষ বিধি অবগ্নত, আছেন । সাম্ব শ্ৰীকৃষ্ণের নিকট গিয়া ভগবান্‌ স্বর্যের আদেশের কথা নিবেদন করিলেন। দ্বারকাধিপ উহা শুনিয়া অত্যন্ত পরিতুষ্ট হইলেন এবং তীহাদের আনয়নের নিমিত্ত সাম্বের - সহিত গরুড়কে প্রেরণ করিলেন। .সাম্ব শাকদ্বীপে উপনীত হইয়া দেখিলেন, ঐ জনপদ স্বর্য্যমন্দিরে পরিব্যাপ্ত। প্রত্যেক মন্দিরে তেজঃপুঞ্জকলেবর ব্রাহ্মণগণ ধূপ-দীপ নৈবেন্ত-গন্ধমাল্য লইয়া সুৰ্য্যের স্তব ও আরাধনা করিতে

  • नांकरीोण कांछीtब्रब्र छैखब्रछांत्रइ अकाँ जनगम ॥ ७षन७ ॐशद्र 4करण শাৰুলনাম Qi B !