পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৪৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জষ্টম-সংখ্যা । ] হর্ষবর্ধন। । see হর্ষের মৃত্যু ও চৈন সংঘর্ষ।—মহারাজাধিরাজ শ্ৰীহৰ্ষ সভ্যতাসৌধের উন্নতশিখরে আরূঢ় চীনবাসীদিগের ধৰ্ম্মবিষয়ক সহানুভূতির সঙ্গে সঙ্গেই রাজনীতিক সংস্রবও ঘনিষ্ঠভাবে রক্ষা করিবার জন্ত সবিশেষ মনোযোগী ছিলেন। তাহার নিদর্শনস্বরূপ চীনসম্রাটের সহিত দূতের আদানপ্রদান বিশেষরূপে চলিত। হিউয়েন-সাং এর ভারতাবস্থানকালেক্ট একজন ব্রাহ্মণদূত চীনে গমন করিয়া, চীনাধিপতির উত্তর সহ তাহার প্রেরিত একদল দূত সমভিব্যাহারে ( ৬৪৩ খৃঃ অঃ ) ভারতে প্রত্যাবর্তন করেন। পরবৎসরও পুনরায় পুৰ্ব্বপ্রেরিত দুত্তদলের সহকারী অধিনায়ক ওয়াং হিউয়েন্‌-সি ত্রিংশত অশ্বারোঙ্গ সহিত দেীতো বৃত হইয়া ভারতাগমন করেন, কিন্তু তাহাদিগের মগধে উপস্থিত হইবার পূৰ্ব্বেই (৬৪৮ খৃঃ অঃ ) মঙ্গরাজ হর্ষবৰ্দ্ধন মানবলীলা সংবরণ করেন। " এতাদৃশ প্রতাপশালী নৃপতির মৃত্যুর অব্যবহিত পরেই তাহার উপযুক্ত বংশধরের অভাবে দেশমধ্যে অরাজকতার নানাবিধ লক্ষণ পরিলক্ষিত হইতে লাগিল । ক্রমে অর্জুননামক হর্ষের একজন অমাতা সুযোগ বুঝিয়া প্রভূর সিংহাসন অধিকার করিয়া বসিল । এইরূপ সময়ে চৈন দূতদল ভারতে উপনীত হইলে, অৰ্জ্জুনাদেশে তাহাদের অধিকাংশই বিনাশপ্রাপ্ত হয় । ওয়াং অবশিষ্ট কয়েকজন লইয়া রাত্রিযোগে নেপালাভিমুখে পলায়ন করিয়া প্রাণরক্ষা পান । চীনসম্রাটের জামাতা তিব্বতরাজ গাম্পো এই বৃত্তান্ত অবগত হইয়া, নেপালরাজের সপ্তসহস্র সেনার সহিত স্বকীয় একসহস্ৰ অশ্বারোহী সৈন্ত তাহাদিগের সাহায্যার্থ প্রেরণ করিয়া তাহাদিগের প্রতিহিংসাপ্রবৃত্তি প্রদীপ্ত করিয়া দিয়া, সেই মহা-অনলে ভারত ভস্মীভূত করিতে বদ্ধপরিকর হন । তাহারা প্রবলবেগে ত্রিহুতনগর অবরুদ্ধ করিয়া তিনসহস্ৰ ভারতবর্ষায়ের মস্তক ছিন্ন ও দশসহস্রের সজীবদেহ নদীজলে নিমজ্জিত করে। অৰ্জুন সুযোগক্রমে পলায়ন করিয়া পুনরায় সৈন্তসংগ্রহপুরঃসর যুদ্ধে অগ্রসর হইলে বন্দিরূপে ধৃত হইয়। পরে চীনে নীত হয়। পরবর্তী বিগ্রহেও ওয়াং-হিউয়েন-সি একসহস্রের গ্রীবাচ্ছেদনপুৰ্ব্বক রাজপ্রাসাদ আবরোধ করিয়া ত্রিশসহস্ৰপরিমিত গার্হস্থ্য পশু লুণ্ঠন করেন । কথিত আছে, এইরূপ অত্যাচারের পুনরভিনয়-আশঙ্কায় নিতান্ত ভীতিবিহবল ৷ হইরাষ্ট ৫৮০টি প্রাচীরপরিবেষ্টিত নগর তাহাদিগের নিকট নতিস্বীকার করিয়া কথঞ্চিং অব্যাহতিলাভ করে । অনন্তর সদৰ্পে চীনে প্রতিগমন করিয়া, ( ৬৫৭ খৃঃ অঃ ) পুনরায় বৌদ্ধতীর্থাদিতে কৃতজ্ঞতাপ্রদর্শন উপলক্ষে, ওয়াং তৃতীয়বার ভারতাগমন করিয়া বৈশালী ও বুদ্ধগয়ায় পরিচ্ছদাদিদানের পর হিন্দুকুশ ও পামীরের পথে স্বদেশে প্রস্থান করেন। হিউয়েন-সাংএর বিবরণপাঠে অবগত হওয়া যায়, ভারতবর্ষের বহির্ভূত রাজ্যাদির সহিত ভারতের সহৃদয়তামূলক রাজনীতিক সম্বন্ধ অক্ষুণ্ণ রাখিবার নিমিত্ত, হর্ষ সবিশেষ যত্নবানু থাকিতেন। ফহিয়ানু হইতে আরম্ভ করিয়া হিউয়েন-সাং • পর্য্যস্ত ষে কত বৌদ্ধ যাত্রিক ধৰ্ম্মোপলক্ষে ভারতাগমনপুর,ট্রর বৌদ্ধতীর্থাদিভ্ৰমণ ও অশেষবিধ জ্ঞান সঙ্কলন করিয়া তাৎকালিক বৌদ্ধজগতের শীর্ষস্থানীয়