পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৪৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मबम नरश्वn । ] বারাণসী-অভিমুখে। 8&& দেখিলে বিস্মিত হইতে হয়; কটি হইতে ভিক্ষার এখন রাত্রি কইয়াছে, পান্থশালার -ঝুলি ও তাম্রকমণ্ডলু ঝুলিতেছে ; বক্ষের উপর অন্বেষণে আমি চলিলাম। ভারতীয় নগর কতকগুলা মাদুলি কতকগুলা রুদ্রণক্ষমালা জটাপটি হইয়া রহিয়াছে ; গাত্র ও মুখমণ্ডল ভম্মাচ্ছন্ন ; উহার খুব তাড়াতাড়ি চলিয়াছে, পরমারাধ্য মন্দিরচুড়াটি দর্শনমাত্রে যেন জরবিকারের ঝোকে তাড়াতাড়ি চলিয়াছে। মন্দিরের প্রবেশদ্বারের উপরিস্থ নহবৎথানায়, যাত্রীদিগের স্বাগত-অভ্যর্থনা-উদ্দেশে নতুবৎ বাজিতে আরম্ভ হইয়াছে ; উপরে ঢাকঢোলের বাদ্য, তাহার সহিত লোকদিগের দীৰ্বোচ্চারিত জয়ধ্বনি ও শুভশখের বিকট নিনাদ মিলিত হইয়া দিগ্‌বিদিকৃ প্রতিধ্বনিত করিতেছে। উহারা তাড়াভাড়ি,—খুব তাড়াতাড়ি চলিয়াছে। মন্দিরসম্মুখস্থ সৈকতভূমিতে আসিয়া উহার ছাতা,” বোচক বচকি, ঝোলা-বুলি মাটীর উপর ফেলিয়া গন্তব্যপথে চলিতে লাগিল ; বিকট প্রস্তরমূৰ্ত্তিগুল যে দ্বার রক্ষা করিতেছে, সেই প্রবেশদ্বারের মধ্য দিয়া তুমুল কোলাহল সহকারে উহার প্রবেশ করিল, বিকার গ্রস্তের ন্তায় উন্মত্ত ইয়া সিড়ির উপর উঠিতে লাগিল, এবং অবারিতদ্বার মন্দিরের মধ্যে কোথায় অদৃপ্ত হইয়া গেল । মাত্রেই দেখা যায়, এই পান্থশালাগুলি প্রায়ই সহর হইতে দুরে—সহরের বাহিরে অবস্থিত । - সৈকতময় একটি ক্ষুদ্র নির্জনস্থানে একটা পান্থশালা পাইলাম। স্বচ্ছ সুন্দর মধুময় রাত্রি । সমুদ্রের দোলনশব্দ শুনা যাইতেছে ; • সমুদ্র-উপকুলমাত্রেই এইরূপ শব্দ শোনা যায় । জগন্নাথের মন্দির কিংবা মন্দিরের সেই অপূৰ্ব্ব চুড়া আর দেখা যাইতেছে না ; ঐ হোথায় নীলাভ ছায়ার মধ্যে তৎসমস্তই ডুবিয়া গিয়াছে। এখানকার সামুদ্রিক গন্ধ, বালির উপর যে সকল ছোট-ছোট বুনে। চারা যেন গালিচ বিছাইয়া রাখিয়াছে, সেই সকল চার-সমুখিত সৌরভ,—অতীব বিষন্নভাবে আমার শৈশবের জন্মস্থানকে স্মরণ করাইয়া দিতেছে ; বঙ্গোপসাগরের ধারে, আমার সেই ( Ile d’ Oleron ওলরেী-দ্বীপের সাগরতটকে স্মরণ করাইয়া দিতেছে । ... . একমাত্র তাহারাই ভ্রমণের সমস্ত মাধুৰ্য্য, ভ্রমণের সমস্ত কঠোরতা অনুভব করিতে পারে, যাহাদের অন্তয়ের অন্তস্তলে স্বকীয় জন্মস্থানের - প্রতি একটা দুৰ্ব্বিজয় আসক্তি বিদ্যমান। ॐcछTiडिब्रिटझनांथ ठाकूब्र ।