পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৫২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদশন । S C SAS SSAS সাহিত্য সম্মিলন ।* সকলেই জানেন, গত বৎসর চৈত্রমাসে বরিশাল সাহিত্য-সন্মিলনা-সভা আহবান করিয়াছিল। সেই আহবানের মধ্যে বিচ্ছিন্ন বাংলাদেশের হৃদয়বেদন ছিল । সে আহবানকে আমরা উপেক্ষা করিতে পারি নাই । তার পর হঠাৎ অকালে ঝড় উঠয়া সেই সভাকে বিক্ষিপ্ত করিয়া দিয়াছিল, তাহাও সকলে জানেন । সংসারে শুভকৰ্ম্ম সকল সময়ে নির্বিঘ্নে সম্পন্ন হয় না । বিঘ্রই অনেক সময়ে শুভকৰ্ম্মের কৰ্ম্মকে রোধ করিয়া শুভকে উজ্জ্বলতর করিয়া তোলে। ফলের বীজ যেখানে পড়ে, সেইখানেই অস্কুরিত হইতে যদি না পায়, ঝড়ে যদি তাহাকে অন্তক্ৰ উড়াইয়া লইয়ু যায়, তবু সে ব্যর্থ হয় না, উপযুক্ত সুযোগে ভালই হইয়া থাকে। কিন্তু কলিকাতা, বড়ই কঠিন স্থান। এ ত বরিশাল নয়। এ যে রাজবাড়ীর শানবাধানে আঙিনা। এখানে কেবল কাজ, কৌতুক ও কৌতুহল, আনাগোনা এবং উত্তেজনা। এখানে হৃদয়ের বীজ অঙ্কুরিত হইবে কোথায় ? জিজ্ঞাসা করি, এখানে হৃদয় দিয়া মিলনসভাকে আহবান করিতেছে কে ? এ সভার কোনো প্রয়োজন কি কেছ বেদনার সহিত নিজের অস্তরের মধ্যে অনুভব করিয়াছে ? এখানে ইহা নানা আয়োজনের মধ্যে একটিমাত্র, সৰ্ব্বদাই নানাপ্রকারে জনতা-মহারাজের মন ভুলাইয়া রাখিবার একশত অনাবশুক ব্যাপারের মধ্যে এটি একশত এক । , জনতা-মহারাজকে আমিও যথেষ্ট সম্মান করি, কিন্তু কিঞ্চিৎ দূর হইতে করিতে ইচ্ছা করি। তাহার সেবক-পরিচারকের অভাব নাই । আমিও মাঝে মাঝে র্তাহার দ্বারে হাজিরা দিয়াছি, হাততালির বেতনও আদায় করিয়া লইয়াছি, কিন্তু সত্য কথাই বলিতেছি, সে বেতনে চিরদিন পেট ভরে না ; এখন ছুটি লইবার সময় হইয়াছে। বর্তমান সভূর কর্তৃপক্ষদের কাছে কাতরকণ্ঠে ছুটির দরখাস্ত করিয়াছিলাম, তাহারা আমার পূৰ্ব্বেকার নোকরী স্মরণ করিয়া দরখাস্ত নামঞ্জুর কবিয়াছেন। র্তাহার কেহ

  • ভারতীয় শিল্পপ্রদর্শনীক্ষেত্রে গত সাহিত্যসন্মিলন উপলক্ষে পঠিত।