বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৫৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سرانها 4 বঙ্গদর্শন। [ ৬ষ্ঠ বর্ষ, ফান্ধন। করা হইবে। এই ভাবিয়া তাহারা ব্যবস্থা করিলেন যে, যে ব্যক্তি তৃতীয়বার দারগ্রহণ করিতে ইচ্ছা করে, তাহাক প্রথমে ‘অর্ক’বৃক্ষকে বিবাহ করিয়া পরে মানবীকে বিবাহ করিতে হইবে। এইরূপ করিলে তৃতীয়বিবাহ হইল অর্কবৃক্ষের সহিত এবং মানবীর সহিত বিবাহ হইল চতুর্থ। শাস্ত্রকারগণ চতুর্থ মানবীবিবাহ নিষেধ করেন নাই। তাহাদের বচন এই – g "তৃতীয়াং যদি চোদ্বাহেৎ তহি সা বিধবা ভবেৎ। চতুর্থাদিবিবাহাৰ্থং তৃতীয়েহৰ্কং সমৃদ্ধহেৎ।” * “যদি তৃতীয়া মানবীকে বিবাহ করা যায়, তবে সে বিধবা হয় (অর্থাৎ বিবাহকারীর মৃত্যু হয় ) ; অতএব চতুর্থ প্রভৃতি বিবাহের জন্ত তৃতীয়বিবাহস্থানে অর্কবৃক্ষকে বিবাহ করিবে।’ এই অর্কবিবাহের পদ্ধতি নিম্নলিখিতরূপে বর্ণিত হইয়াছে। শনিবার বা রবিবারে হস্তানক্ষত্ৰযোগে, অথবা অপর কোন শুভদিনের পূৰ্ব্বাহ্লে গ্রামের পূর্ব বা উত্তর দিকে পুপফলযুক্ত অর্কবৃক্ষের তলে যথাবিধি স্থগুিলাদি নিৰ্ম্মাণ করিতে হইবে। এই সময়ে বিবাহকৰ্ত্ত স্নান করিয়া রক্তবসন ধারণ করিবেন ও রক্তচন্দনাদিদ্বারা ভূষিত হইবেন। স্থত্তিলাদিনিৰ্ম্মাণের পর বিরাহুর্থ অর্কবৃক্ষের সম্মুখে দণ্ডায়মান হইয়া প্রার্থনা করিবেন—“হে ত্রিলোকবাসিন্‌ সপ্তহয়যুক্ত স্বৰ্য্য, আপনি ছায়ার সহিত অবস্থান করেন, আপনি আমার তৃতীয়বিবাহজাত দোৰ নিবারণ কুরিয়া সুখ উৎপাদন করুন।’ অনন্তর সেই অর্কবৃক্ষে ছায়াসহিত স্বৰ্য্যকে অধিষ্ঠিত চিন্তা করিয়া তত্তন্মন্ত্রে বস্ত্র, মাল্য ও গন্ধ প্রভৃতি দ্বারা র্তাহাদের পূজা করিতে হয়। এই পুজার নৈবেদ্য গুড়োদন। পূজার সময় অর্কবৃক্ষকে শ্বেতবস্ত্রদ্বারা বেষ্টিত করিয়৷ তদুপরি কাপাসতস্তুদ্বারা পুনৰ্ব্বার বেষ্টন করা বিধেয়। অর্চনা শেষ হইলে অর্কবৃক্ষত্নে প্রদক্ষিণ করিয়া এই মন্ত্রটি জপ করিতে হয়— “মম প্রতিকরা চেয়ং ময় স্বল্প পুরাতনী। অর্কজা ব্ৰহ্মণ স্কষ্ট অস্মাকং পরিরক্ষভু ॥” ‘এই যে পুরাতনী অর্ককস্তাকে পুৰ্ব্বে ব্ৰহ্মা ও পরে আমি স্বষ্টি করিয়াছি, যিনি আমাকে প্রতিপ্রদান করিতেছেন, তিনি অ মাদিগকে রক্ষা করুন।” জপের শেষে পুনৰ্ব্বার বক্ষ্যমাণ মন্ত্রে প্রদক্ষিণ করিতে হয়— “নমস্তে মঙ্গলে দেবি নমঃ সবিতুরাত্মনে। ত্ৰাহি মাং কৃপয়া দেবি পত্নীত্বং মে ইহাগত৷ ॥ অর্ক ত্বং ব্রহ্মণ স্বল্প: সৰ্ব্বপ্রাণিহিতায় চ। বৃক্ষাণামাদিভূতত্ত্বং দেবানাং প্রতিবদ্ধনঃ । তৃতীয়ে দ্বাহজং পাপং মৃত্যুং চাপ্ত বিনাশয় ॥ “হে মঙ্গলকারিণি, হে দেবি, আপনাকে নমস্কার ; আপনি সবিতার আত্মস্বরূপ, আপনাকে নমস্কার। হে দেবি. করুণাপুৰ্ব্বক আপনি আমার পত্নীত্ব গ্রহণ করিয়া আমাকে রক্ষা করুন। হে অর্ক, সৰ্ব্বপ্রাণীর মঙ্গলের জন্ত ব্ৰহ্মা আপনাকে স্বষ্টি করিয়াছেন ; আপনি সমস্ত বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠভূত এবং আপনি দেবগণের প্রতিবৰ্দ্ধন করিয়া থাকেন,

  • *:प६iख***ब्र-शृंड म९3झ् अश्याम । ८+, जिtताकगनिम् न«ाच झाँग्नग्न मश्८िठt ब्रट्व । ट्रीहब्रlधांश्म: cनांद९ निदाद्रब्र श६९ कूद्र ॥”