পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৫৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অসময়ে ।

AE***

আমার কুঞ্জকুটারন্থয়ারে অতিথি এসেছে আঞ্জ তুলি নাই ফুল, গাথি'নাই মালা, শূন্ত পড়িয়া কুসুমের ডাল! নিবিয়া আসিছে দিনের আলোক এখন আসিছে সর্ণঝ কি দিয়া তুষিব অতিথে আমার - সে যে রাজ-অধিরাজ । ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুৰ্দ্দিনে অতিথি এসেছে আজ চারিধার আজ, জলে জলময় ক্ষুব্ধ পবন ঘনঘন বয় কেন নাথ, তুমি এলে অসময় এখন আসিছে সর্ণঝ কি দিয়া তোমারে তুবি আঙ্গিকে কি দিয়া রাখিব লাজ । আসিতে হে যদি নব ফালগুনে 3. ওগো রাজ-অধিরাঞ্জ হৃদিনিকুঞ্জ — ফুলসস্তার সব সপিতাম, চরণে তোমার গালতীর লতা এখন আমার রিক্ত-কুসুম-সাজ, মরণের তটে কি দিয়ে বাসর সাজাব বল গে অাজ । শ্রীজঃ–