বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৫৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४कांश* न६थn । ] বারাণসী-অভিমুখে। @むも • বিলৰ নাই। তখন সকলেই কিছু সতর্ক সহচরেরা তাহাকে দিনকতকের জন্য পলায়ন হইলেন। বেগতিক দেখিয়া কুমারের ছোট-বড় করিতে পরামর্শ দিল । डै॥बैनफ़ठा भयूमनांब्र। বারাণসী-অভিমুখে। مهيكصبي يجتذrهنتة ধ্বংসাবশেষের মধ্যে । যেখানে মোগলবাদশারা বাস করিতেন, সেই সমস্ত দেশই এখন নগরপ্রাসাদের বিস্তীর্ণ কঙ্কালস্তুপে পরিণত হইছে। এখানকার মরা-মাটর উপর যত ধ্বংসাবশেষ, মিশরের বালুরাশির উপরেও তত নাই সেখানে, নীল-নদের ধারে, প্রকাও-প্রকাও পাষাণতপ ; এখানে—খোদিত মার্কেল, জালিকাটা ধূসরবর্ণের প্রস্তর, প্রস্তরময় জাফ্রির কাজ—বিষ৪ মাঠময়দানের মধ্যে, হারাণ জিনিষের মত ইতস্তত পড়িয়া আছে। যেখানে কত শতাব্দী ধরিয়া মানবচিন্তা ও মানব-উদ্যম অসাধারণ দুৰ্ত্তিলাভ করিয়াছিল, সেই এই ভারতবর্ষে পূৰ্ব্ব-পূৰ্ব্ব যুগের অসংখ্য ধ্বংসাবশেষ বিস্কমান ; এবং উহাদের প্রাচুর্য্যে, উহাদের সৌন্দর্ঘ্যে, আমাদের আধুনিক কল্পনা দিশাহার হইয়া যায়। অনেকগুলি নগর যুদ্ধবিগ্রহ ও লোকহত্যার পরেই ধবংসপ্রাপ্ত হয় ; আবার কতকগুলি বিলাসশোভন নগর অমুক .ম্বৰ বাজার খাখেয়ালী-আপেমে গঠিত হইতে আরম্ভ হয়, কিন্তু সময়ের মধ্যে শেষ হয় নাই ; কতকগুলি প্রাসাদ অমুক মুলতানার জন্য পরিকল্পিত হয়, কিন্তু উহা ভাস্কর-শিল্পীদিগেরই ব্যবহারে আসিয়াছে,—অদ্য কেহ সেখানে কখনো বাস করে মাই। দিল্লি এবং প্রাচীন রাজধানীর ধ্বংসাবশেষ, যেখানে পৃথিবীর মধ্যে বোধ হয় । উচ্চতম কীৰ্ত্তিস্তম্ভ সেই গোলাপী,পাথরের কুতব-মিনার সমুখিত—এই দুই স্থানের মধ্যবত্ত সমস্ত পথটার দুই ধারে, কত নগর ও । কত দুর্গেরই ছায়ামূৰ্ত্তি দেখিতে পাওয়া যায় ; — ত্রিশ-চল্লিশ ফার্টু উচ্চ দস্তুর প্রাকার, পরিখা ও পরিখার যন্ত্রসেতু ভিতুৰুে জনপ্রাণী নাই ; সমস্তই নিস্তব্ধ ; কিংবা ভিতরে প্রবেশ করিলে দেখা যায়, গড়াইয়া-পড়া শিলারাশির মধ্য হইতে, কঁাটাগাছের ঝোপুঝাড়ের মধ্য হইতে, বানরের পাল উদ্ভাসে ছুটয়া পলাইজেছ। তা ছাড়া, কত গোরস্থান, তাহার আর শেষ নাই। কন্তু ক্রোশ পর্যন্ত সমস্ত ভূমি মৃতদেহে পরিপূর্ণ গোরস্থানের চতুষ্কৰ্মগুপ: সকল যুগেরই সমাধিস্তম্ভ পর-পর চল্লিয়াছেঃ