বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هوام মন বিক্ষিপ্ত হইয় পড়ে। জয়ের পন্থী ইহ নহে । এ সমস্ত, সবলে উপেক্ষা করিয়া মঙ্গলসাধনের মহৎ গৌরব লইয়া আমরা জয়ী ङ्झेद । আপনারা ভাবিয়া দেখুন, বাংলার পাটিশটা আজ খুব একটা বড় ব্যাপার নহে। আমরা তাহাকে ছোট করিয়া ফেলিয়াছি। কেমন করিয়া ছোট করিয়াছি ? এই পার্টিশনের আঘাত উপলক্ষ্যে আমরা সমস্ত বাঙালী মিলিয়া পরম বেদনার সহিত স্বদেশের দিকে যেমনি ফিরিয়া চাহিলাম, অম্নি এই পার্টিশনের কৃত্রিম রেখা ক্ষুদ্র হইতে ক্ষুদ্র হইয়া গেল। আমরা যে আজ সমস্ত মোহ কাটাইয়া স্বহস্তে স্বদেশের সেবা করিবার জন্ত প্রস্তুত হইয়া দাড়াইয়াছি, ইহার কাছে পার্টিশনের আঁচড়টা কতই তুচ্ছ হইয়। লুছে! কিন্তু আমরা যদি কেবল পিটিশন ও প্রোটেই, বয়কটু ও বাচালতা লইয়াই থাকিতাম, তবে এই পার্টিশনই বৃহৎ হইয়া উঠিত,— মানরা ক্ষুদ্র কুইতাম- পরাভূত হইতাম । কার্লাষ্টলের শিক্ষাসকুলির আজ কোথায় মিলাইয়া গেছে ! আমরা তাহাকে নগণ্য করিয়া দিয়াছি। গালাগালি করিয়া নয়, হাতাহাতি করিয়া ও নয়। গালাগালি-হাতাহাতি করিতে থাকিলে ত তাহাকে বড় করাই হইত। আজ আমর নিজেদের শিক্ষাদানের ব্যবস্থা করিতে উষ্ঠত হইয়াছি—ইহাতে আমাদের অপমানের দাহ, আমুদের আঘাতের , ক্ষতন্ত্রেণ একেবারে জুড়াইয় গেছে। আমরা সকল ক্ষতি, সকৰু, গাছনার উপরে উঠিয়া গেছি। কিন্তু ঐ লুইয়া যদি আজ পর্য্যন্ত কেবলি [७र्छ बरु, जाई হইতে আর-এক প্রান্ত পৰ্য্যন্ত ছুটয় বেড়াইতাম, আমাদের সামুনাসিক নালিশকে সমুদ্রের এপার হইতে সমুদ্রের ওপার পর্যন্ত তরঙ্গিত করিয়া তুলিতাম, তবে ছোটকে ক্রমাগতই বড় করিয়া তুলিয়া নিজের তাহার কাছে নিতান্ত ছোট হইয়া যাইতাম । সম্প্রতি বরিশালের রাস্তায় আমাদের গোটাকতক মাথাও ভাঙিয়াছে এবং আমাদিগকে কিঞ্চিৎ দণ্ডও দিতে হইয়াছে। কিন্তু এই ব্যাপারটার উপরে বুক দিয়া পড়িয়া বেত্ৰাঙ্গত বালকের স্থায় আৰ্ত্তনাদ করিতে থাকিলে আমাদের গৌরব নষ্ট হইবে। ইহার অনেক উপরে ন। উঠিতে পারিলে অশসেচনে কেবল লঙ্কগষ্ট বাড়িয়; উঠিতে থাকিবে । উপরে উঠিলার একটা উপায়—আমাদের সুরেন্দ্রনাথকে রাজ-অট্টালিকার তোবণদ্বার হইতে ফিরাইয়-অনিয়া ঠাহাকে আমাদের কুটারপ্রাঙ্গণের পুণ্যবোঁদকায় স্বদেশের ব্ৰতপতিরূপে অভিষিক্ত কর । ক্ষুদ্রের সঙ্গে হাতাহাতি করিয়া দিনযাপনকেই জয়লাভের উপায় বলে ন। --তাহার চেয়ে উপরে ওঠাই জয় । আমরা আজ ঠামাদের স্বদেশের কোনো মনস্বীর কর্তৃত্ব যদি আনন্দের সহিত, গৌরবের সহিত স্বীকার করিতে পারি, তবে এমাসন কবে আমাদের কার সহিত কি ব্যবহার করিয়াছে, কেম্পের আচরণ বেআইনি হইয়াছে কি না, তাহা তুচ্ছ হইতে তুচ্ছতর হইয়া সNয়িক ইতিহাসের ফলক হইতে একেবারে ঘাটুৰে। বস্তুত এই ঘটনাকে অকিঞ্চিৎকর করিয়া না ফেলিলে আমাদের অপমান দূর হইবে না। স্বদেশের হিতসাধনের অধিকার কেছ বিরাটু সভার ক্লিাটু ব্যর্থতায় দেশের এক প্রাস্তু আমাদের নিকট হইতে कोक्लिग्न जब्र नॉई-*