বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बन्नझर्श्वन । - . باد . হয়, তৎপক্ষে সাহায্য করা উচিত। সুতরাং গবমেণ্ট যখনই খাজনা বা কৃষকদিগের স্বত্ব সম্বন্ধে কোন আইন করিবার সঙ্কল্প করেন, তখনই দেশের শিক্ষিতলোকের সেই আইনের সম্ভাবিত ফলাফল আলোচনা করা উচিত, এরং দেশের পক্ষে যাহা মঙ্গলজনক বোধ হয়, তাহ গবমেণ্টধে জানান কৰ্ত্তব্য। এই কার্য যে কেবল “ব্রিটিশ ইণ্ডিয়ান য়্যাসোশিয়েশন’ বা “ল্যাণ্ডহোল্ডারস্ য়্যাসোশিয়েশনে”র কার্য্য, তাহা নহে। ইহা সমুদয় শিনিত বঙ্গসমাজের অবশুকৰ্ত্তব্য কাৰ্য । অনেকগুলি . বাঙলা মাসিকপত্র আছে ; আমরা ভরসা করি, তাহাতে . চিন্তাশীল লেখকগণ,-যাহার কৃষকগণের ও জমিদারগণের অবস্থা অবগত আছেন এবং তদ্বিষয়ে চিন্তা করিয়াছেন, -নিরপেক্ষভাবে এ বিষয় আলোচনা করিবেন। আমি, জমিদারগণের এবং কৃষকগণের ਦੋਵੇ। করিয়া, প্রায় গত পনরবৎসর ধরিয়া মাসিকপত্রে সময়-সময় এ বিষয় লিখিয়া 鬱 আসিতেছি। জমিদারগণ সাবধান না হইলে ক্রমেই যে তাদের বিপদ ঘটবে, প্রভুত্বের ও স্বত্বের সঙ্কোচ হইবে, তাহা দেখাইবার চেষ্টা করিসাছি বঙ্গেধ জমিদারগণের অতি উচ্চ স্থান. ছিল, প্রভূত প্রভুত্ব ছিল, কিন্তু আইন "প্রতি পদবিক্ষেপে তাহাদিগকে নিয়ে টানিয়া মঙ্গলকামনা, ['৭ম বর্ষ, বৈশাখ, ১৩১৪ । কত-সময় আকাঙ্ক্ষা করিয়াছি যে, গবমেণ্ট বাহিক-শাসনকাৰ্য্য-সম্বন্ধে আমাদিগের প্রভু হইলেও, জমিদারগণই আভ্যন্তরিক-বিষয়সম্বন্ধে সমাজের রাজা,নেতা ও শাসক হইবেন ; পৰ্ব্ববিধ মঙ্গলজনক কাৰ্য্যের প্রবর্তক/পরিচালক হইবেন ; এবং অপত্যনিৰ্ব্বিশেষে প্রজাপালন করিবেন। কিন্তু আজ যে . Tenancy Amendment Bill দেখিতেছি, তাহা পাঠ করিয়া সে আশা কোথায় থাকে ? এতদিন পরে আইনদ্বারা মন্দ ও ভাল জমিদার শ্রেণীবদ্ধ করিবার প্রস্তাষ হইল । এতদিন পরে, আদালতে রফামুরতে যে খাজনাবৃদ্ধির ডিক্ৰী হইবে, তাহাও লঙ্ঘন করিবার ব্যবস্থা হইতেছে ; এতদিন পরে, জমিদারগণের মধ্যে অনেকেই অদ্যাপি প্রজাপীড়ন করিয়া থাকেন এবং তাহাদিগের দমনের জন্ত আইনের সাহায্য প্রয়োজন হইয়াছে, এই কথা গেজেটে স্পষ্টভাবে ঘোষিত হইল— ইহার অপেক্ষ দুঃখের বিষয় কি হইতে পারে ? জমিদারগণ এখনও সাবধান না হইলে, ব্যবস্থা আরও কঠিন হইবে, তাহার , বিলক্ষণ আশঙ্ক আছে । t জমিদার মাহাতে প্রজাকে উচ্ছেদ এবং তাহার খাজনাবৃদ্ধি করিতে না পারেন, এই দিকে আইন শনৈ: শনৈ যাইতেছে। ইউরোপের অন্তান্ত দেশের এবং বঙ্গদেশের লইয়ু. যাইতেছে, তাহাদিগের হস্তে বন্ধনের ..কৃষককুলের ইতিহাস আলোচনা করিয়া উপর বন্ধন কষিয়া বাধিতেছে। প্রতি ৰন্ধনের পুৰ্ব্বে র্তাহার কাদেন, দোহাইদস্তুর পাড়েন। কিন্তু গবমেণ্ট তাহা গ্ৰহ శా. झर्शग्न, জমিদারগণের কি অবস্থা ছিল, আর কি অবস্থা হইয়াছে। . আর কৃষকের আমি আশঙ্কা হয় যে, প্রস্তাবিত পাণ্ডুলিপি ব্যবস্থাপিত হইলে পর যদি গবমেন্টের আবার প্রতীতি হয় যে, অনেক জমিদার প্রজাপীড়ন করিতেছেন, এবং নূতন আইন কোন কাজের হইল না, তখন গৰমেণ্ট আইনের