পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোঁড়কাহিনী।

  • E*Sళ4క•

দেৰকোট । বরেন্দ্রমণ্ডলের একটি ক্ষুদ্র স্রোতস্বতীর নাম “পুনর্ভবা ।” তাহ প্রাচীনভারতের একটি পুণ্যতীর্থ বলিয়া স্বপরিচিত ছিল। সেই ক্ষুদ্র স্রোতস্বতী দিনাজপুরপ্রদেশের একাংশ দিয়া প্রবাহিত হইয়া, মালদহেরু অন্তর্গত রোহনপুরের নিকটে আসিয়া, “মহানন্দা"র সহিত মিলিত হইয়াছে। এই সন্মিলনস্থানের লিকটে এখনও একটি বাণিজ্যবন্দর দেখিতে পাওয়া যায়। তাছার পাশ্ব দিয়া “গোদাগাড়ীকাটছার”নামক নুতন রেলপথ নিৰ্ম্মিত হইতেছে । পুরাকালে এই বন্দরটি বরেন্দ্রমণ্ডলের প্রধান ৰাণিজ্যদ্বার বলিয়া বিখ্যাত হইয় উঠিয়াছিল। এই পথে মিথিলার সহিত বরেন্দ্রভূমির পণ্যবিনিময় সাধিত হইত ;–এই পথে পালনক্সপালগণের সেনাপ্রবাহ বরেন্দ্রমণ্ডলে ব্যাপ্ত হইয়া পড়িত ;–এই পথেই সেনরাজবংশের বিজয়ী বীরপুরুষবর্গের বিজয়বৈজয়ন্তী কামরূপ পৰ্য্যন্ত প্রধাবিত হইত। এই সকল কারণে পুনর্ভবাতীরে বিবিধ সম্পন্ন গ্রামনগর প্রতিষ্ঠালাভ করিয়াছিল । একটি রাজনগর এবং রাজদুর্গের শেষচিহ্ল এখনও সম্পূর্ণরূপে লোকলোচনের অন্তৰ্হিত হয় নাই। সে রাজনগরের নাম “গঙ্গারামপুর,”— , রাজদুর্গের নাম “দেবকোট” । " ইতিহাসের অভাবে গঙ্গারামপুরের এবং দেবকোটের নাম পৰ্য্যন্ত -আধুনিক বাঙালীর নিকট অপরিচিত হইয়া পড়িয়াছে । বক্তিয়ার খিলিজি এদেশে রাজ্যবিস্তার করিবার সময় পৰ্য্যন্তও গঙ্গারামপুর এবং দেবকোট সকলের নিকট সুপরিচিত ছিল । বক্তিয়ার দেবকোটে সেনানিৰাস সংস্থাপিত করিয়াছিলেন ; এবং দেবকোটেই তাছার জীবনলীলার অবসান হয় । ৰক্তিয়ার খিলিজি দেবকোটে সেনানিবাস ংস্থাপিত করিবার পর দেবকোট “দমদম৷” নামে কথিত হইতে আরম্ভ করে । , এখনও সেই নাম প্রচলিত আছে। গৌড়পর্য্যটকগণ এখানে উপনীত হইবার জন্ত ক্লেশস্বীকার করেন না । কিন্তু দেবকোট পরিদর্শন না SkBBB DDBSBBB BBBB BBBBB BBBS BB BBBB BB BBB BBS এই গ্রন্থ এক্ষণে ৰণ্ডড়ালিৰাগী পণ্ডিতৰয় ঐযুক্ত রাজচত্র স্কায়পঞ্চানন কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত হইarছ৮i t Professor Blochmann's Geography and History of Bengal as published in the 畿 J. A. S. B. for 1873 and 1874.

  1. Devkot, the chief place in Gangarampur (District of Dinajpur ) is known by the name of “Damdama.” Hamilion states that “it received its present appellation from its having been a military station during the early Mahomedan Government.”

Thomas’ Initial Coinage of Bengal, Part II., notes. 寶》 爵

  • *