পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৪৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সংখ্যা । ] इहेब आंप्इ अधद उर्सब्र श्रेण्डरइ न, সহজেই তাহ জানা যায়। দ্বিতীয় উপায়ে জমিতে এমন একটি অংশ বাছিয়া লওয়া হয়, যাহার সহিত সেখানকার আশে পাশের জমির বিশেষ কোনও প্রভেদ নাই । তাহার পর সেই জমিকে লম্বালম্বি ২০২৫টি সমান ভাগে বিভক্ত করিয়া, এক একটিতে পর্য্যায়ক্রমে ফসফোরাস, পোটাসিয়ম্, নাইট্রোজেন প্রভৃতি প্রয়োগ করা হয় এবং দুই তিনটি প্লটে (ভূমিখণ্ডে ) কোনো প্রকার সার প্রয়োগ করা হয় না। একই প্রকার বীজ, একই সময়ে, একই ভাবে এই সকল বিভিন্ন অংশে বপন, করিবার পর, উৎপন্ন শস্তের পরিমাণ ও গুণানুসারে জমিতে কোন কোন খাদ্যের প্রয়োজন তাহ স্থির করা যায়। খোলা মাঠে এরূপ পরীক্ষায় কখন কখনও অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তুষারপাত প্রভৃতি আকস্মিক দৈবন্ধুযোগ বশত অসুবিধায় পড়িতে হয় বলিয়া নিৰ্দ্দিষ্ট আকারের টবে পরীক্ষা করিবারও রীতি আছে । নিম্নে এইরূপ পরীক্ষার একটি ছবি দেওয়া গেল । এই ছয়টি টবের মাটিই একস্থানের, এগুলিতে উর্বর্বরতা। 8bo একই প্রকারের বীজ বপন করা হইয়াছিল। এক ও দুই নম্বর টবে নাইট্রোজেন ও ফসফোরাস, তিন ও চারি নম্বর টবে নাইট্রোজেন ও পটাসিয়ম্, পাচ নম্বর টবে ফসফোরাস ও পটাসিয়ম্ ও ছয় নম্বর টবে নাইট্রোজেন ফসফরাস ও পটাসিয়ম্সার দেওয়া হইয়াছিল। দেখা যাইতেছে ৫ নম্বর টবে গাছ মোটেই বাড়িতে পারে নাই, কিন্তু অন্যান্য টবে অল্প বিস্তর সব গাছগুলিই বেশ তেজাল হইয়া উঠিয়াছে। ইহার কারণ অনুসন্ধান করিলে দেখা যায়, নাইট্রোজেনের অভাবেই পাচ নম্বর টবে গাছগুলি বাড়িতে পারে নাই—অন্তান্ত, টবে নাইট্রোজেন ছিল বলিয়া গাছগুলি বাড়িয়া উঠিয়াছে। অতএব যে জমি হইতে এই মাটি লওয়া হইয়াছে, বুঝিতে হইবে সেখানে নাইট্রোজেনের অভাব আছে। ১, ২ ও ৬নং টবে নাইট্রোজেনের সহিত ফসফোরাস ব্যবহার করিয়া তিন ও চারি নম্বর টব অপেক্ষা অনেক ভাল ফল পাওয়া গিয়াছে, অতএব বুঝিতে হইবে জমিতে ফসফোরাসও যথেষ্ট পরিমাণে নাই । o ፨ W? - a .a":লয়ে - fl ** י יייא o ః து: কয়েক বৎসর পূর্বে এই ধরণের পরীক্ষা আসিবে এ কথা কেহ ভাবিতেও পারিত না। ऐवजनिक म७गैौत्र भाषाहे जादक हिग,-७ কিন্তু গত দশ বৎসরের মধ্যে সমস্তই পরিবর্তিত্ব পকশ তত্ব সাধারণ কৃষকের কোনও কাজে হইয়া গিয়াছে।