পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৫১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ebo দেখিয়াছে, কাহাকে আমরা স্তব করিব।” إ ت - ه ه الاج ই, ইন্দ্রেরই প্রতি শ্রদ্ধা উৎপাদন করিবার জন্তYঅন্য ব্যক্তি ইন্দ্রের বীৰ্য্যের কথাই ছুলিয়াছেন— “লোকেরা যে ভীষণকে এই বলিয়৷ জিজ্ঞাসা করে—সেই ইন্দ্র কোথায় ?. ইন্দ্র নাই!” সেই ইন্দ্র উদ্বেগকারী হইয়া শক্রগণের পুষ্টিপ্রদ ধনসমূহ অপহরণ করে। অতএব ইন্দ্রের প্রতি বিশ্বাস কর।” ২-১২-৫ । "ইন্দ্রের এই অদ্ভুত বীৰ্য্য অবলোকন কর, এবং তাহার-বীর্য্যে শ্রদ্ধা কর।” ১-১০৩-৫ । এইরূপে ক্রমে ক্রমে মানবহৃদয়ে অলৌকিক অমিতশক্তিসম্পন্ন দেববুদ্ধি দৃঢ়ীভূত হইতে আরম্ভ করিলে, এবং ঐ দেবসমীপে স্ব স্ব শক্তির নিতান্ত অকিঞ্চিৎকরত্ব অনুভূত হইতে থাকিলে, তাহাদের মধ্যে এরূপ বুদ্ধিও উদিত হইয়া থাকিবে যে, ঐ দেবগণের প্রতিই তাহাদের জীবনমরণ, সুখ-দুঃখ সমস্ত নির্ভর করিতেছে। মেঘ-জল, বায়ু বৃষ্টি, অগ্নি-স্বৰ্য্য— এই সকলের দ্বারাই জীবনযাত্রা রক্ষিত হইয়া থাকে। অতএব যাহাতে প্রয়োজনানুসারে ঐ সকলের উপকার পাওয়া যাইতে পারে, তদ্বিষয়ে ঐ সকল · পদার্থে দেবত্ববুদ্ধিসম্পন্ন লোকগণের উপায়াম্বেষণ অত্যন্ত নৈসর্গিক । কল্পনা দৃষ্টামুসারিণী ; যাহা সচরাচর দেথা স্বা, তদনুসারেই কল্পনা হইয়া থাকে ; পৃষ্ঠথা তাহাকে উন্মত্ত-প্ৰলাপ ভিন্ন কিছু বলা ধার ন। কোন প্রকৃতিস্থ ব্যক্তিই অগ্নিকে জল ৰলিয়া কল্পনা করিতে পারেন না। . . নিষ্ট মন্বযগণ ধনু উৎকৃষ্ট দেবগণের নিকটে উপকারপ্রার্থী হইলেন, তাহাদেৱ दजननन । [ ৭ম বর্ষ, মাখ, ১৩১৪ * সন্তোষ উৎপাদনের জন্ত সচেষ্ট হইলেন, তখন তাহারা তজ্জন্ত লোকদৃষ্ট উপায়ই অবলম্বন করেন। উৎকৃষ্টের করুণা ভিক্ষা করিতে হইলে, তাহার সন্তোষ উৎপাদন করিতে হইলে নিকৃষ্টকে স্তুতি করিতে হয়, ও যথাশক্তি প্রতিপ্রদ বস্তু সমৰ্পণ করিতে হয়। ইহা আস্থষ্টিকালের প্রথা। বিরুদ্ধাচরণের দ্বারা অনুগ্রহলাভেচ্ছা বাতুলের পক্ষে সম্ভব হইতে পারে। যেমন আজকালিও কোন রাজা বা উচ্চপদস্থ ব্যক্তির অমুকুল দৃষ্টি আকর্ষণের জন্য স্তুতি, বা উপহার প্রধান করা হইয়া থাকে, সেইরূপ ঋগ্বেদের আরম্ভ হইতে শেষ পর্য্যন্ত সৰ্ব্বত্রই দেখিতে পাওয়া যাইবে যে, তদানীন্তন লোকসমূহের এই ধারণা বদ্ধমূল হইয়া গিয়াছিল যে, দেবগণের স্তুতি না করিলে, বা কোন উপহার প্রদান না করিলে, তাহদের আমুকুল্য লাভ করিতে পারা যায় না । ঋগ্বেদের বহু মন্ত্র দেবগণের স্তুতি, ও সোমাদি-উপহারদানের কথায় পরিপূর্ণ। নিদর্শনস্বরূপ নিয়ে কয়েকটি উদ্ধত হইতেছে — “সেই অগ্নি পরিচর্য্যাকারী তোমাকে অন্নধন প্রদান করিবেন, ও ত্বোমার শরীর রক্ষা করিবেন ।” ১০-৪৬-১ । 彎 ● “হে বহুধনাধিপতি ইজ, আমরা ধনকাম হইয়া তোমার দক্ষিণ হস্ত গ্রহণ করিতেছি । হে পূর, আমরা জানি, তুমি বহুধনের অধিপতি । আমাদিগকে আমাদের অভীষ্ট বর্ষণ কর, বিবিধ ধন প্রধান কর।” ১০-৪৭-১। “আমার যে সকল স্তোত্র হৃদয়স্পৰ্শ, বাহী দিগকে আমি মনের সহিত উচ্চারণ করিয়া থাকি, মামার সেই সকল স্তোত্র দূতের স্কার । আমার প্রতি ইজের অমুকুল বুদ্ধি প্রার্থন