বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4. বঙ্গদর্শন। করিত, তিনি তাহার কিছুতেই ইতস্তত করেন নাই। নচেৎ কেবল বীরকীর্তির সমালোচনায় বঙ্গদেশে ক্লাইব প্রশংসালাভ করিতে পারেন নাই। . 鬱 চরিতাখ্যায়কগণ চাটুকারের ন্যায় লিথিয় গিয়াছেন,-মাদ্রাজের ইংরাজদরবার যখন ম্যানিংহামের নিকট কলিকতা-আক্রমণ ও ড়ে ক্লাহেবের পলায়নের সংবাদ প্রাপ্ত হইলেন, তখন—ত্বাটচল্লিশ ঘণ্টার মধ্যেই— স্থির হইয়া গেল যে, কলিকাতার উদ্ধারসাধনের জন্য ক্লাইব স্থলসৈন্যের সেনাপতি হইবেন ॥৪ বলা বাহুল্য, চরিতাখ্যায়কের এই উক্তি' ঐতিহাসিক সত্য বলিয়া পরিচিত হইতে পাবে নাই। কলিকাতার সংবাদ পাইয়া কৰ্ত্তব্যনির্ণয় করিতে মাদ্রাজের ইংরাজ-দরবারকে তিন মাস কেবল বাদাম্বুবাদে কালক্ষয় করিতে হইয়াছিল । অবশেষে যখন সেনাপ্রেরণ করা স্থির হয়, তখনও সদস্তাগণ অনন্যোপায় হইয়াই ক্লাইবকে প্রেরণ করিতে বাধ্য হইয়াছিলেন। মাদ্রাজের গবর্ণর পিথটুসাহেব যুদ্ধব্যাপারে অনভিজ্ঞ –জ্যেষ্ঠ সেনাপতি অলডারক্রন, বাংলাদেশের সম্বন্ধে অনুপযুক্ত,-লরেন্স অভিজ্ঞ ও উপযুক্ত হইয়াও ছাপানীরোগে জীৰ্ণ শীর্ণ; অগত্যা ক্লাইব নিৰ্ব্বাচিত হইয়াছিলেন। আদেশপালন করা সেনা ও সেনাপর্তিগণের প্রধান ধৰ্ম্ম। ক্লাইব শান্তিসংস্থা: পনের আদেশ লইয়া বঙ্গদেশে উপনীত হইয় জানিতে পারিলেন, -- সন্ধি হস্থ হয়c—যুদ্ধের [ ৭ম বর্ষ, জ্যৈষ্ঠ, ১৩১৪ কিছুমাত্র প্রয়োজন নাই। পলতার পলায়িত ইংরাজগণ র্তাহাকে সে কথা পুনঃপুন জানাইয়াছিলেন ; এবং রসদ ও গোলাবারুদের গাড়িবলদ দিতে অসম্মত হইয়াছিলেন। তথাপি ক্লাইব যুদ্ধযাত্রা করিয়া আদেশলঙ্ঘন করিয়াছিলেন । কেন করিয়াছিলেন,—তাহার কৈফিয়ৎ নাই ! ‘. বজবজের ক্ষুদ্র দুর্গের সম্মুখে আসিয়া,— আটক্রোশের পর্যটনপরিশ্রমে পরিশ্রান্ত হইয়া, —প্রহরী পর্য্যন্ত না রাখিয়া,—ক্লাইব সসৈন্যে উন্মুক্ত প্রান্তরে নিদ্রাভিভূত হইয়াছিলেন। মুণিকচাদ ইচ্ছা করিলে, সকলকেই নিহত করিতে পারিতেন । ইহা অসীম সাহসের কথা মহে ;--হঠকারিতার ও কথা নহে;—ইহা কেবল অনভিজ্ঞতার কথা । ইহার জন্য ইতিহাসলেখকগুণ কাইবকে ভংগনা করিতে ক্রটি করেন নাই। বজবজের যুদ্ধ-কলিকাতার যুদ্ধ-কলিকাতার পুনরুদ্ধার—হুগলীর লুণ্ঠন ব্যাপার—যুদ্ধ বলিয়া ইতিহাসে স্থানলাভের অযোগ্য। প্রত্যেক স্থানেই এক কথা,— বিশ্বাসঘাতকদিগের সহায়তা এবং ইংরাজসেনার অভীষ্টলাভ ৷ সিরাজদ্দেল যখন দ্বিতীয়বার কলিকাতা আক্রমণ করেন, তখন ক্লাইব এক নিশারণে সৈনচালন করিয়াছিলেন। সে যুদ্ধে ক্লাইব প্রতিপদে পরাভূত হইয়া, আলিনগরের সন্ধি সংস্থাপনে লজ্জারক্ষা করেন। তাছার জন্য ইংরাজমাত্রেই তাহাকে ভৎসনা করিয়াছিলেন। ক্লাইব নিজেও তাহাকে গৌরবের কথা বলিয়া - - - - * §:

  • Within forty-eight hours after the arrival of the intelligence it was determined that an expedition should be sent to the Hughley, and that Clive should be at the head of the lawd-sorces.—Magulay's Iord Clove.