বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৬৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ و"\ e وl\ যাহারা একালের বিদেশীয় ইতিহাস লেখক- . গণের গ্রন্থে ভীরু ও কাপুরুষ বলিয়া ধিকৃত হইতেছে, সেকালের ইতিহাসের সকল যুদ্ধ. কাহিনী তাহদের পূর্বপুরুষগণের শৌর্য্যকাহিনী মাত্র । নীহাদিগকে বাহুবলে সীমারক্ষা করিতে হইত, শাসনকৌশলে বিপ্লব নিরস্ত করিয়া স্বদেশের স্বাতন্ত্র্য সংস্থাপিত করিতে হইত,— .যtহাদিগকে পুনঃ পুনঃ দিল্লীশ্বরের পরাক্রান্ত সেনাদলের সন্মুখে জীবনবিসর্জনের জন্ত অকুতোভয়ে দণ্ডায়মান হইতে হইত,—র্তাহাদিগকে ভীরু বা কাপুরুষ বলিয়া অভিহিত করা যায় না। সেকালের মুসলমান ইতিহাসলেখক যুদ্ধকাহিনীর বর্ণনা করিবার সময়ে উড়িয়াগণকে ভীরু বা কাপুরুষ বলিয়া বর্ণনা করিতে পারেন নাই। তাহার উড়িয়া ছাড়িয়া সুবর্ণরেখা অতিক্রম করিয়া, রাঢ়রাজ্য বিধবস্ত করিতে করিতে লক্ষ্মণাবতীর নগরদ্বারে উপনীত . হইয়াছিল। সেকালে নদীমাতৃক বঙ্গদেশে এরূপভাবে সেনাচালনা করিয়া লক্ষ্মণাবতী অবরুদ্ধ করা কিরূপ কঠিন ব্যাপার ছিল, সে কগ্ন স্মরণ করিলে, উড়িয়াগণকে তাহাদের বীরকীৰ্ত্তির জন্য সাধুবাদ করিতে হয়। . . তুঘান তাহাদিগের নিকট পরাভূত ও তাহদের সেনাসমাগমে লক্ষ্মণাবতী , নগরে অবরুদ্ধ হইয়া, দিল্লীশ্বরের নিকট স্নোবল ভিক্ষা করিতে বাধ্য হইলেন। ইহাতেই रुत्रलार्नुन । [ ৭ম বর্ষ, চৈত্র, ১৩১৪ তাহার পদচ্যুতির স্বত্রপাত হইল। তখন দিল্লীশ্বরের স্বতন্ত্র “সেনাদল অধিক ছিল:না। তখনও তাহার রাজ্য আর্য্যাকর্তের সকল স্থানে বিস্তৃতি লাভ করিতে পুরে নাই। দিল্লীর নিকটবৰ্ত্তী প্রদেশ ভিন্ন অযোধ্য প্রদেশ দিল্লীশ্বরের একটি প্রধান “মুবা” বলিঙ্গ পরিচিত ছিল। তাহার পরেই বিহার এবং লক্ষণাবতী “সুবা”রূপে রিগণিত হইত। বাদশাহের প্রিয়পাত্ৰগণ এই সকল সুবাব শাসনভার প্রাপ্ত হইতেন। তাহারা স্বতন্ত্র সেনাদল সংগৃহীত করি আপন আপন বা রক্ষা, করিতে বাঁধা হইতেন । এক প্রদেশে বিপ্লব উপস্থিত হঠলে, অন্ত প্রদেশের সাহায্য গ্রহণ ন করিয়া, সে বিপ্লব নিরস্ত করিবার উপায় ছিল না। তুঘান খা দিল্লীশ্বরের নিকট সাহায্য প্রার্থনা করায়, দিল্লীশ্বরকে অভ্যস্ত প্রথাই অবলম্বন করিতে হইল। তিনি অযোধ্যার রাজপ্রতিনিধিকে লক্ষ্মণাবতীর উদ্ধার সাধনে নিযুক্ত করিতে বাধা হইলেন ! * এই সময়ে তুমার খাঁ কমরুদ্দীন নামক । আলতমাস বাদশাহের একজন ক্রীতদাস ছিলেন । বাদশাহ তাহার প্রতি. প্ৰসন্ন হইয়া র্তাহাকে অশ্বরক্ষকের পদে নিযুক্ত করিয়াছিলেন। মুম্বতান রিজিয়া সেই অশ্বরক্ষককে কান্তকুজের শাসনভার প্রদান করিয়াছিলেন । তুমার খাঁ এই কাৰ্য্যে নিযুক্ত থাকিবার সময়ে

  • Under Emperors orders a large army, led by Tamar Khan Quamruddin Qiran, feudatory of Oudh, was sent to Lakhnauti, in order to repel apd chastise the infidels of Jajnagar (Orissa)." The Raja of Jajnagar invaded Iakhnauti, owing to Mossulma" in the previons expedition having "demolished the Orissa fort of Katasaa (or Baktasan). The Orissans first took Lakore (probably Nagore) and slaughtered a large body of Mussulmans, including the oommandant of Lakore, named Fakru Mulk Karimúddin, and then approached the gate of Lakhnauti.—Tabguat-i-Nasir?.