বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৬৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

र्यक्रल-नि ! ৭ম বর্ষ, চৈত্র, ১৩১৪' لندن _ সে চিনিমথিৰা কেবা এ ফেণী তুলিল গে গুন ওগো প্রাণসই জগতে তুলনা কই । . হেন বাসি গোরা অঙ্গখানি । তবে সে-তুলনা দিব কিসে। ஆர் বিজুরী বাটিয়া কেবা গাখীনি মাজিল গে জগতে তুলনা নাই যার তুলনা তার ঠাই । চান্দে মজিল মুখখানি। অমিয়া মিশাবে কেন বিষে , লাবণ্য বাটয়া কেঁবা চিত্র নিরমান কৈল কেবা তার গুণ গায় গুণেরকে ওর পায় । অপরূপ রূপের বলনী 尊 সকল পূর্ণিমার চান্দ্রে বিকল হইয়া কাব্দে . করপদ-পদুমিনী গন্ধে । কুড়িটি নখের ছটা জগৎ আল কৈল গে আঁখি পাইল জনমের অন্ধে ॥ সকল রসের রাস বিলাস হৃদয় খানি কেবা গড়াইল রঙ্গ দিয়া । মদন বাটিয়া কেৰা বদন গড়িল গে বিনিভাবে মে মলু কাদিয়া ॥ নাচাহে আঁখির কোণে সদাই সবার ভনে দেখিবারে আঁখি পার্থী ধায় । • আঁখির পিয়াসা দেখি, মুখের লালস গো আলসত জর জর গায় ॥” স্বানান্তরে – "রুণ কমল আঁখি তায়ক ভ্রমর পাখী । . ডুবু ডুবু করুণা মকরন্দে । *বদন পূর্ণিমার চাদে, ছটা হেরি প্রাণ কাজে কত মধু মধুৰ্যায়ুবন্ধেী সুন্তস্থানে—নিত্যানন্দের রূপ বর্ণনায় কবি বলিতেছেন –. . ', g মথিয়া লাবণ্য সিন্ধু, তাহে নিঙারিয়া ইন্দু মৃধা দিয়া মুখানিগড়িল। g “নবকল্পদল আঁখি তারকা ভ্রমর পাখী ডুবি রহ প্রেম মকরন্দে ॥” g কখনও কবি অনস্বরূপগুণসাগরের সীমা ন পাইর উচ্ছ, সে বলিতেছেন করে কেবা রূপ নিরূপণ । রূপ নিরূপিতে নারে গুণ কে কইতে পারে 'ভাবিয়া বাউল হইল মনু ॥ •or পক্ষী যেন আকাশের, কিছুই না পায় টের যতদূর শক্তি উড়ে যায়। সেই রূপ গৌরাঙ্গের, রূপের না পুরি টের - অনুসারে এলোচনগা " . কখনও কবি মহাভাবে উচ্ছসিত হৃদয়ে কল্পনা-আলোকে দেখিতেছেন যে শুধু তিনি নহেন, অণুপরমাণু ছুইতে বিশ্বব্রহ্মাও পৰ্যন্ত যেন সেই মহাপুরুষের প্রেমে নৃত্য করিতেছে। সমস্ত চরাচর যেন তাহারই সৌন্দর্য্যকিরণে উদ্ভাসিত, জগৎ বেড়িয়া যেন তাহারই প্রেমধারা ক্ষরিত হইতেছে তথা :– “চাদ নাচে সূৰ্য্য নাচে আর নাচে গোরা । পাতালে বাহুকী নাচে বলে গোরা'গোরা " কখনও আধ্যাত্মিকতার চরমশিখরে উঠিয়া কবি বলিতেছেন, হে প্ৰভু তোমাতে আমাতে যে প্রেম, সে প্রেম হে-প্রেমময় তোমারই প্রেমসমুদ্রের তরঙ্গ মাত্র। তাহারই রূপও গুণের ভিতর দিয়া কবি অসীম সৌন্দৰ্য্যসাগরে ডুবিয়া গিয়াছেন ; নিজভাব মহাভাবে লয় হইয়াছে। সসীম লীমে মিশিয়াছে। কবি বলিতেছেন — · * * “এমন এ বিনোদিয়া কোথাও না দেখি গো • অপৰূপ প্রেম বিনোদে । ।