বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧ . বঙ্গদর্শন । [ ৭ম বৰ্ম, জ্যৈষ্ঠ, ১৩১৪ । মৃত্তিকার পাত্ৰখানি ভরি বারম্বার তোমার অমৃত ঢালি দিবে অবিরত নানাবর্ণগন্ধময় ! প্রদীপের মত সমস্ত সংসার মোর লক্ষ বৰ্ত্তিকায় জালায়ে তুলিবে আলো তোমারি শিখায় তোমাধি মন্দিরমাঝে ! ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন ! সে নহে আমার ! • যে কিছু আনন্দ আছে দৃষ্ঠে গন্ধে গানে তোমার আনন্দ রবে তার মাঝখানে ! • মোহ মোর মুক্তিরূপে উঠিবে জলিয়া প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফলিয়৷ ” মানবাত্মার এই স্বতোমুক্ত স্বভাব অন্তরে অন্তরে উপলব্ধি করিয়া কবি কি অপুৰ্ব্ব ঝঙ্কারের সহিত মানবজীবনের কালভয়সংহারিণী বিজয়গীতি আমাদিগকে শুনাইয়াছেন, তাহ উদ্ধৃত না করিয়া থাকিতে পারিলাম না।— “ঘবে বিবাহে চলিলা নিলোচন ওগো মরণ, হে মোর মরণ ! র্তার কতমত ছিল আয়োজন ছিল কত শত উপকরণ ! র্তার লটপট করে বাঘছাল, তার বৃষ রহি রহি গরজে, র্তার বেষ্টন করি জটাজাল বত ভুজঙ্গদল তরজে ! র্তার ববস্ববম্ বাজে গাল .দোলে গলায় কপালাভরণ,

  • তার বিষাণে ফুকারি উঠে তান ওগো মরণ, হে মোর মরণ !

শুনি শ্মশানবাসীর কলকল ওগো মরণ,হে মোর মরণ ! যে সংসার , পিতার কঠোরতা এলং সুখে গৌরীর আঁখি ছলছল তার কঁাপিছে নিচোলাবরণ ! তার বাম আঁখি ফুরে থরথর তার হিয়া দুরুদুর দুলিছে ! র্তার পুলকিত তনু জরুজর র্তার মন আপনারে ভুলিছে ! তার মাত কঁাদে শিরে হানি কর । ক্ষ্যাপী বরেরে করিতে বরণ তার পিতা মনে মানে পরমাদ ! ওগো মরণ, হে মোর মরণ ! মরণ আসিতেছেন, তাহার “পিঙ্গলচ্ছবি মহাজট” গগন "স্পশ করিয়াছে, রক্তাকাশে তাহার “বিজয়োকুত ধ্বজপট” তরঙ্গিত হইতেছে, ভৈরব উল্লাসে মুমুযুর “অবশবক্ষশোণিত" শেষবার দোলাইয়। চরাচর স্তব্ধ করিয়া তাহার পিনাক বাজিয় উঠিয়াছে। মাতার মেয়ে এতদিন এই জীবকে ইহলোকের সব্ব অমঙ্গল হইতে রক্ষা করিতে চেষ্টা করিয়াছিল—সেই সংসার এই মহাবিদায়ের দিনে হাহাকার করিয়া উঠিয়াছে , কিন্তু জীলাম্ম৷ চিরপ্রত্যাশিত দয়িতের পদশলে মিলনের মাকাঙ্ক্ষায়ু • উৎফুল্ল হইয়া উঠিয়াছেন । প্রকৃতির বাধন আর তাহাকে ধরিয়া রাখিতে পারিতেছে না। মিলনের আত্যন্তিক নাগ্রহ বন্ধনগুলিকে একে একে মহাবলে ছিন্ন করিতেছে--আর প্রকৃতিগঠিত জড়দেহ 'খরখরে কাপিয়া উঠিতেছে। মরণসম্বন্ধে কবি অপরস্থলে বলিতেছেন“জীবনের সিংহদ্বারে পশিমু যে ক্ষণে • । এ আশ্চৰ্য্য সংসারের মহানিকেতনে, সে ক্ষণ অজ্ঞাত মোর। কোন শক্তি মোরে