বিষয়বস্তুতে চলুন

পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপূর্ব অদ্ভূত ছন্দে গানে উঠিয়াছে অলক্ষ্যের পানে যেথা তব বিরহিণী প্রিয়া রয়েচে মিশিয়া প্রভাতের অরুণ-আভাসে, ক্লান্ত-সন্ধ্যা দিগন্তের করুণ নিশ্বাসে, পূর্ণিমায় দেহহীন চামেলির লাবণ্য-বিলাসে, ভাষার অতীত তীরে কাঙাল নয়ন যেথা দ্বার হতে আসে ফিরে ফিরে । তোমার সৌন্দৰ্য্যদূত যুগযুগ ধরি’ এড়াইয়া কালের প্রহরী চলিয়াছে বাক্যহার এই বাৰ্ত্তা নিয়া “ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই প্রিয়৷ ” -চলে গেচ তুমি আজ, মহারাজ ; রাজু তব স্বপ্নসম গেচে ছুটে, সিংহাসন গেচে টুটে ;