পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>b" যতক্ষণ স্থির হয়ে থাকি ততক্ষণ জমাইয়া রাখি যত কিছু বস্তুভার। ততক্ষণ নয়নে আমার নিদ্রা নাই ; ; ততক্ষণ এ বিশ্বেরে কেটে কেটে খাই কীটের মতন ; ততক্ষণ ঃখের বোঝাই শুধু বেড়ে যায় নূতন নূতন ; , ७ खौदन সতর্ক বুদ্ধির ভারে নিমেষে নিমেষে বৃদ্ধ হয় সংশয়ের শীতে পঙ্ককেশে। যখন চলিয়া যাই সে চলার বেগে বিশ্বের আঘাত লেগে আবরণ আপনি যে ছিন্ন হয়, বেদনার বিচিত্র সঞ্চয় হ’তে থাকে ক্ষয় । বলাক