বিষয়বস্তুতে চলুন

পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ । ভক্তিরত্নাকর । 《》 দুগ্ধ পান কর আমার কথায় । লইয়া যাইব ভাণ্ড রাখিহ এথায়ু ॥ কুটীরে রহিলে মো সভার সুখ হবে। ঐছে রহ ইথে ব্ৰজবাসী দুঃখ পাবে ॥ এত কহি গোপালের হইল গমন । মুগ্ধ হৈয়া দুগ্ধপান কৈলা সনাতন ॥ দুগ্ধ পান মাত্রে প্রেমে অধৈর্য্য হইলা । নেত্রজলে সিক্ত হৈয়। বহুখেদ কৈলা ॥ অলক্ষিত প্রভু সনাতনে প্রবোধিলা । ব্রজবাসিদ্ধারে এক কুটার করাইল ॥ ঐছে সনাতনের হইল বাসালয় । মধ্যে মধ্যে ঐখা স্ত্রীরূপের স্থিতি হয়। এক দিন শ্রীরূপ গোস্বামী সনাতনে। ভুঞ্জাইতে দুগ্ধান্নাদি করিলেন মনে ॥ ঐছে মনে করি পুন সঙ্কোচিত হৈল । শ্রীরূপের মনোবৃত্তি রাধিক জানিলা ॥ ঘৃত দুগ্ধ তণ্ডুল শর্করাদিক লৈয়া । গোপবালিকার ছলে আইলা হর্য হৈয়া ॥ রূপ প্রতি কহে স্বামী এই সব লেহ । শীঘ্ৰ পাক করি কৃষ্ণে সমপি ভুঞ্জহ ॥ মাতা মোর এই কথা কহিল কহিতে। কোনই সঙ্কোচ যেন নহে কভু চিতে ॥ এক কহি স্ত্রীরাধিক কৌতুকে চলিলা । শ্রীরূপ গোস্বামী সুখে শীঘ্ৰ পাক কৈলা ॥ কৃষ্ণে সমপিয়া শ্ৰীগোস্বামী সনাতনে। করে পরিবেশন পরমানন্দ মনে ॥ সনাতন গোস্বামী সামগ্ৰী সুগন্ধিতে । না জানে কতেক সুখ উপজয়ে চিতে ॥ দুই এক গ্রাস মুখে দিয়া সনাতন । হইলা অধৈৰ্য্য অশ্রু নহে নিবারণ ॥ সনাতন সামগ্ৰী বৃত্তান্ত জিজ্ঞাসিল । শ্রীরূপ ক্রমেতে সব বৃত্তান্ত কহিল ॥ শুনিয়া গোস্বামী নিষেধয়ে বার বীর । ঐছে ভক্ষদ্রব্য চেষ্টানা করিহ আর ॥ এত কহি শ্ৰীমহাপ্রসাদ সেবা কৈলা । শ্রীরূপ গোস্বামী অতি খেদযুক্ত হৈলা ॥ স্বপ্ন