পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S)న দুই হাজার গোরা আছে। দেড় শত বৎসর হইল সুরিনাম নামে খ্যাত এক ক্ষুদ্র দেশ হলান্তীয়দের অধিকার হইয়াছে, অনমান হয় সেখানেও দুই হাজার গোরা আছে । তথাতে কোন দ্রব্যের আকর নাই। এই সকল ছাড়া দক্ষিণ আমেরিকাতে ক্ষুদ্রং বন্য জাতি আছে, তাহদের সবিশেষ কিছু জানা যায় নাই। দক্ষিণ আমেরিকার নিকটে উপদ্বীপ অতিশয় ক্ষদ্র।