পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হাভিউ, পঞ্চদশ অধ্যায়, • ৩৬ এবং উহাকে কাকুতি করিল, যে ইহার কেবল তাছার বস্ত্রের আঁচল মাত্র সপর্শ করিতে পায়, পরে যতেক স্পর্শ করিল তাহারা সৰ্ব্বাঙ্গে সুস্থ হইল, পঞ্চদশ আধ্যায় তখন কতেক অধ্যাপক ও ফার্সিী য়িরোশলমের নিবাসী য়িস্তর নিকটে আসিয়া কহিলেক, ং তোমার শিষ্যগণ প্রাচীনেৱদের পারমপৰ্য উপদেশ কেন লজিতেছে ; কেননা যখন তাহারা ভোজন করে তখন তাহার হাত ধোয় না. ৩ তখন তিনি তাহারদিগকে উত্তর দিয়া কছিলেন, তাপলারদের পারমপর্য উপদেশে তোমরাও ঈশ্বরের আজ্ঞা কেন লঙ্ঘন করহ ? ৪ কেমন ঈশ্বর আজ্ঞা দিয়া কছিলেন, তোমার পিতা মুশতাকে সম্মান করছ, আর যে পিতা কিম্বা মাতাকে শাপ দেয়, সে নিতান্তই মরুক, ৫ কিন্তু তোমরা বল যে কেহ আপন পিতা কিস্থা মণ তাকে বলিবে, আম হইতে যাহাতে তোমার উপকার হইত, সে নৈবেদ্য হইয়াছে; ৬ পরে সে আপন পিতা কিয় মাতাকে সম্মান না দেয়, তবু কিছু ক্ষতি নাই, এই রূপে তোমরা আপনারদের পারমপর্য উপদেশ দিয়া ঈশ্বরের আজ্ঞা বৃথা করিয়া দিয়াছ, ৭ অারে কপটি সকল ! য়িশঃ ইহা তোমারদের বিষয়ে ভবিষ্যদ্বাণী কহিয়া ভাল কহিলেন, ৮ যে এ লোক আপনারদের মুখেতে আমার নিকট আসিতেছে, এবং ওষ্ঠাথরে আমাকে সম্মান করিতেছে, কিন্তু তাহারদের অন্তঃকরণ অামা হইতে দুর থাকে,