পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মভিউ, প্রথম অধ্যায়. ১৮ খ্রিস্ত শ্রীষ্টের জন্ম এইমতে হইয়াছিল তাহার মাত মারিয়া যুশফের স্থানে বাগদত্ত হইয়। তাহারদের সঙ্গ হওনের পূৰ্ব্বে সে ধৰ্ম্মতু হইতে অন্তরাপত্য ঠাহুৱা গেল, ১১ ইহাতে তাহার স্বামী যুগ্রফ সজ্জন হইয় তাহার কলঙ্ক পুকাশ করিতে অনিচ্ছ করিয়। তাছাকে গোপন রূপে পরিত্যাগ করিতে মনস্থ করিলেক, ং c এই কৰ্ম্ম আপন মনের মধ্যে ভাবিতে দে । ঈশ্বরের দূত সমযোগে তাহার স্থানে দেখদিয়া কহিলেন হে যুশফ দাউদের সন্তান তোমার স্ত্রী মারিয়াকে স্ব স্থানে লইতে ভয় করিও না কেননা তাহার উদৱে যাহা জন্মিয়াছে তাহ ধৰ্ম্মাত্ম হইতে হইল, ং ১ এবং সে পুত্র প্রসব হইবে ও আমি তাহার নাম য়িস্ত রাখিবা কেনন। তিনি আগুন লোকের দিগকে তাহার দের পাপ হইতে উদ্ধার করিবেন, ং কিন্তু এই সকল হইল তাহাতে যেন সেই কথা পূর্ণ হয় যে ঈশ্বর ভবিষ্যদ্বক্তার মূথে কহিয়াছিলেন, ২৩ যে দেথ একটী কুমারী গর্ত ধারণ করিবে ও পূত্র প্রসব হইবে ও তাহার নাম আমিনুএল রাখা যাইবে ইহার অর্থ ভাষাভঙ্গ করিলে ঈশ্বর আমারদের সঙ্গে, ং ৪ তথল য়ুশফ নিদ্র হইতে গাত্ৰোথান করিয়া ঈশ্বরের দূত যেমত তাহাকে অনুমতি দিয়াছিলেন সেই মত করিয়া আপন স্ত্রীকে স্বস্থানে লইলেক : ২৫ কিন্তু তাহকে জানিল না যাবৎ পৰ্যন্ত সে জ্ঞাপন প্রথম জাত পুত্র পুসব না হইয়াছিল পরে ইহার নাম Abی۔ അ য়িং রাগিলেন,