পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, পঞ্চশিক্তি অধ্যায়. ৩০ এবং তে মিয়া সে নিষ্ফল ভক্ত্যকে বহির্ভূত অন্ধকারে ফুেলিয় দেও; সেখানে ক্ৰন্দন ও দন্তের কিড়ি মিড়ি হইবে, ৩১ যখন মনুষ্য পুত্র ধৰ্ম্মতি সকল সঙ্গে কৰিয়া আপন প্রভাবে আসিবেম, তখন তিনি আপনঁ তেজোময় সি হাসনে বসিবেন, ৩ং এবং তাহার সাক্ষাতে সমস্ত দেশ একত্র করা যাইবে, ও তিনি তাহারদিগকে পৃথক করিয়। রাথিবেন : যাদৃশ মেষ পলক আপিন মেষ সকল ছাগ হইতে ভিন্ন খ করে, ৩ ও এস তিনি মেষ সকল আপন দক্ষিণ ভিতে থুইবেন ; কিন্তু ছাগ সকল বাম ভিতে. ৩৪ তখন রাজ্য আপন দক্ষিণ দিকস্থিত সকলের পুতি কহিবেন, আইস আমার পিতার অনুগুছ পাত্রেরা, সে রাজ্যের ভোগ কর, যে তোমারদের কারণ জগতের পত্তনাবধি পুস্তুত হইয়াছে, ৩৫ কেননা আমি ক্ষুধিত ছিলাম, ওঁ তোমরা আমাকে খাওয়াইল, আমি তঞ্চিত ছিলাম, ও তোমরা আমাকে পান করাইলা, আমি বিদেশী ছিলাম, ও তোমরা আমাকে স্বস্থানে লইলা, ৩৬ বস্ত্ৰ হীন হইলে তোমরা আমাকে বস্ত্র পরাইল, আমি ব্যাধিত ছিলাম, ও তোমরা আমার তত্ত্বাবধারণ করিলা, আমি কারাগারেতে ছিলাম, ওঁ তোমরা আমার নিকটে আইল). ৩৭ তখন থামিকের তাছাকে উত্তর করিয়া কহিবে, হে প্রভো কোন সময়ে তামরা তোমাকে ক্ষুধিত দেখিয়া খাওয়াইলাম, কিম্বা তহিত দেখিয়া পান করাষ্ট্রলাম,