পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোহন, ষোড়শ অধ্যায় । য়োহন, ষোড়শ অধ্যায় । এই সকল কথা আমি তোমারদিগকে কছিয়ছি, যেন তোমরা ঠেষ না খাওঁ । f ২ তাহারণ তোমারদিগকে শিনগগ হইতে বাহির করিয়া পরিত্যাগ করিবে, বরঞ্চ এমন সময় আসিতেছে, যখন তোমারদিগকে যে কেহ বধ করে, সে বুঝিবে যে তাহতে ঈশ্বরের সেরা করিতেছে । ৩ তাহারণ তোমারদিগকে এ সকল করিবেই, কেননা তাহারা আমার পিতাকেও জানে না, আমাকেও জানে না ! ৪ কিন্তু এই সকল আমি তোমারদিগকে কহিয়া দিয়াছি, তাহাতে সময় যখন আসিবে, তখন যেন তোমারদেরস্কৃতি হয় যে আমি তোমারদিগকে কহিয়াছিলাম, তাহ প্রথমে আমি কহিলাম না, কেননা আমি তোমারদের সঙ্গে ছিলাম! ৫ কিন্তু সজুতি আমি অপেন প্রেরণকৰ্ত্তার স্থানে যাইতেছি, তথাচ তোমারদের কেহ আমাকে জিজ্ঞাসা করে না, যে ভূমি কোথা যাইতেছ? - d< ৬ কিন্তু এ সকল কথা যে আমি তোমারদিগকে কহিয়াছি, ইহার নিমিত্তে তোমারদের অন্তঃকরণ শোক পূর্ণ হইল । ৭ তত্ৰাপি আমি তোমারদিগকে সভ্য কহি, তোমারদের হিত নিমিন্তে আমার যাওনের আবশ্যক আছে, কেননা আমি যদি না যাই তবে পুবোধকৰ্ত্ত তোমারদের স্থানে আসিবেন না; কিন্তু আমি ঘদি যাই, মবে তাহাকে তোমারদের স্থানে পাঠাইব । - ৮ এবং তিনি যখন আসিবেন, তখন জগৎসংসারকে পাপ বিষয়, ও পুণ্য বিষয়, এবং বিচার বিষয়ে পুৰোধ দিবেন।