পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

प्राथबौकथ्कण জানিতে পারেন ; নরেন্দ্রনাথ ! তুমি পাপ-হৃদয়ে এ পবিত্র মন্দিরে প্রবেশ করিয়াছ। তোমার মনে পাপ চিন্তা আছে। নরেন্দ্র । আপনি কে জানি না, আপনার কথার উত্তর দিতে বাধ্য নহি । শৈলেশ্বর। আমি ভগবান একলিঙ্গের মন্দিরের গোস্বামী, মন্দির-কলুষিতকারীকে প্রশন করিবার আমার অধিকার আছে। ఇ* আপনি আমাকে কিরাপে চিনিলেন জানি না, আপনি আমার কি পাপ দেখিয়াছেন ना । শৈলেশ্বর। এ মন্দিরে প্রতারণা অনাবশ্যক। একটা রমণীর প্রেমে মন্ধে হইয়া সেই নারীকে পুনরায় পাইবার লালসায় তুমি এই স্থানে আসিয়াছ। নরেন্দ্র। যদি তাহাই হয়, তাহাতে পাপ কি ? গোস্বামিগণ যদিও রমণীপ্রেমে বঞ্চিত, তথাপি রমণী-প্রেম-আকাঙ্ক্ষা পাপ নহে। স্বয়ং শ্লপাণি অপর্ণার প্রেম আকাঙ্ক্ষা করেন। শৈলেশ্বর। নরেন্দ্ৰ ! এ প্রবন্টনার স্থান নহে। তুমি কেবল রমণীর প্রেমাকাঙ্ক্ষী নহ, তুমি পরস্ত্রীর প্রেমাকাঙ্ক্ষী। জগতে এরপে যন্ত্রণা কি আছে, নরকে এরপে অগ্নি কি আছে, যাহাতে এ পাপের প্রায়শিচত্ত হয় ? নরেন্দ্র। আমি যখন একটী বালিকাকে ভালবাসিতাম, তখন সে অবিবাহিতা ছিল। এক্ষণে যদি সে বিবাহিতা হইয়া থাকে তবে সে আমার অস্পৃশ্যা। শৈলেশ্বর। নরেন্দ্রনাথ ! আপনাকে ও না, আমাকে ভুলাইবার চেন্টা করিও না। যে ঘোর পাপে লিপ্ত হইয়াছ, তাহা বিশেষ করিয়া আলোচনা কর, সন্দের জাহ্নবীকালে সেই সন্দের অট্টালিকা স্মরণ কর। পবিত্ৰাত্মা শ্রীশচন্দ্র, পবিত্ৰহৃদয়া হেমলতা, পবিত্র সংসার পাপিষ্ঠ, তোমার মনোরথ কি ? সেই সংসার ছারখার হয়, সেই শ্রীশচন্দ্রের সব্বনাশ হয়, সেই হেমলতা তোমার হয়! সেই শ্বেতপদ্ম-সন্নিভা পণ্যেহৃদয়া হেমলতা বাল্যকালে যে তোমার সহিত খেলা করিয়াছিল, এখনও সহোদরা অপেক্ষা তোমাকে যে স্নেহ করে, তোমার জন্য চিন্তা করে, সেই স্নেহময়ী পতিব্ৰতা নারী কুলটা হইয়া তোমাকে সেবা করে । সতীর ললাটে কুলকলঙ্কিনী, দশচারিণী শব্দ অনপনেয় অঙ্কে অঙ্কিত হয় । তাঁহার দুগ্ধফেননিভ শ্বেত যশে অঙ্গারবণ" দেদীপ্যমান হয়! তোমার জন্য সে সংসার ধবংস প্রাপ্ত হয়! হা নরেন্দ্রনাথ ! আপনাকে ভুলাইও না। সত্য তুমি এতদরে ভাব নাই, তোমার মনোরথ পণ্য হইলে ইহা ভিন্ন আর কি ফল হয় ? এই পাপ মনোরথে তুমি এই মন্দিরে আসিয়াছ। শৈলেশ্বরের কথা সাঙ্গ হইল, কিন্তু সে বজ্রধনি তখনও নরেন্দ্রের কণামলে কম্পিত হইতে লাগিল। নরেন্দ্রনাথ অনেকক্ষণ অধোবদনে রাঁহলেন, তাঁহার শরীর কম্পিত হইতেছিল। চিন্তা করিতে করিতে তাঁহার ক্ৰোধ লীন হইল, নয়ন হইতে দুই একটী অশ্রুবিন্দর নিপতিত হইল । অনেকক্ষণ পর দীঘনিশ্বাস মোচন করিয়া ধীরে ধীরে বলিলেন,-বামিন ! আমি পাপিঠ ! আমাকে সমচিত দণ্ডবিধান করন। শৈলেশ্বর। বৎস! এ সংসারে এরপে ব্যাধি নাই, যাহার ঔষধি নাই, এরপে পাপ নাই, যাহার প্রায়শিচত্ত নাই। আমি তোমার সংশোধন কামনা করি, দণ্ডবিধান কামনা করি না। নরেন্দ্র। স্বামনী! আমি দয়ার উপযুক্ত নহি; যে পাপিষ্ঠ হেমলতার ন্যায় পবিত্রপাত্তলীর অপকার কামনা করে, তাহার ইহজীবনে প্রায়শিচত্ত নাই। শৈলেশ্বর। নরেন্দ্র, তুমি আপনাকে যতদরে পাপী বিবেচনা করিতেছ, ততদরে পাপী নহ। আমার নিকট কিছুই অবিদিত নাই। তুমি হেমলতাকে পাইবার মানস কর নাই, জীবনে আর একবার তাহাকে দেখিবে, এইরুপ মানস প্রকাশ করিয়াছিলে, সেই মানসেই দেবালয়ে আসিয়াছিলে। কিন্তু তুমি বালক, তুমি জান না হেমলতাকে আর একবার দেখিলে তাহার সব্বনাশ সাধন হইবে। নরেন্দ্র। প্রভো! আপনি যাহা আদেশ করিলেন যথার্থ, হেমলতার হানি করা দরে থাক, তাহার শরীরের একটী কণ্টক বিমোচন করিবার জন্য আমি জীবন দিতে পারি, ভগবান অস্তযামী, তিনি তাহা জানেন। শৈলেশ্বর। তবে তইার হৃদয়ে যে কণ্টকটী তুমিই স্থাপন করিয়াছ সেটী তুলিতে যত্নবান হও না কেন ? ఏ ఫిd