পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কথা একে একে হৃদয়ে জাগরিত হইতেছিল। বাল্যকালের সহদ্বগ, বাল্যকালের আশা ভরসা ও উদ্যম, সাহসী ও উন্নতচরিত্র পিতা শাহজী, পিতৃতুল্য বাল্যসহৃদ দাদাজী কালাইলেক, গরীয়সী মাতা জাঁজী ! সেই বীরমাতা শিশু শিবজীকে মহারাষ্ট্রের জয়ের কথা বলিয়াছিলেন, বিপদে আশ্বাস দিয়াছেন, আহবে উৎসাহ দিয়াছেন! o, তাহার পর যৌবনের উন্নত আশা, উন্নত কাৰ্য্যপরম্পরা, দাগ-বিজয়, রাজ্য-বিজয়, দেশবিজয়, বিপদের পর বিপদ, যন্ধের পর যুদ্ধ, অপব্ব জয়লাভ, দোদণ্ড প্রতাপ, দন্দ'মনীয় উচ্চাভিলাষ । শিবজী বিংশ বৎসর পয্যালোচনা করিয়া দেখিলেন, প্রতিবৎসরই অপবে বিজয়ে বা অসম সাহসী কাযে অঙ্কিত ও সমাজৰল! সে কাৰ্য্যপরম্পরা কি ব্যথ" ? সে আশা কি মায়াবিনী ? না, এখনও ভবিষ্যৎ-আকাশে গৌরব-নক্ষত্র লীন রহিয়াছে, এখনও ভারতবষে মসলমান রাজ্যের অবসান হইবে, হিন্দরোজচক্রবত্তীর মস্তকের উপর রাজচ্ছত্র উন্নত হইবে ? শিবজী এই প্রকার চিস্তা করিতেছিলেন, এরপে সময়ে এক প্রহর রজনীর ঘণ্টা বাজিল, রাজপ্রাসাদের নাগরাখানা হইতে সে শব্দ উত্থিত হইয়া সমস্ত বিস্তীণ নগর পরিব্যাপ্ত হইল, নৈশ নিস্তব্ধতার গম্ভীর শব্দ বহদের পয্যন্ত শ্রত হইল। আকাশগভে সে শব্দ এখনও লীন হয় নাই, এরপে সময়ে শিবজী উন্মীলিত গবাক্ষদ্বারে একটী দীঘ মনষোমত্তি দেখিতে পাইলেন, কৃষ্ণবর্ণ অন্ধকার আকাশপটে যেন একটী দীঘ নিশ্চেন্ট প্রতিকৃতি। বিসিমত হইয়া শিবজী দণ্ডায়মান হইলেন, সেই আকৃতির প্রতি তাঁর দুটি করিলেন, কোষ হইতে অসি অন্ধেক বহিগত করিলেন। অপরিচিত আগন্তুক তাহা গ্রাহ্য না করিয়া ধীরে ধীরে গবাক্ষ-ভিতর দিয়া গহে প্রবেশ করিলেন, ধীরে ধীরে ললাট ও প্রযে়াগলের উপর হইতে নৈশ শিশির মোচন করিলেন। শিবজী তীক্ষা নয়নে দেখিলেন, আগন্তুকের মস্তকে জটাজট, শরীরে বিভূতি, হস্তে বা কোষে আসি বা ছরিকা কোন প্রকার অস্ত্র নাই। তবে আগন্তুক শিবজীকে হত্যা করিবার জন্য সমাট-প্রেরিত চর নহে। তবে অা কে? তীক্ষ নয়নে অন্ধকার ঘরের ও শিবজীকে লক্ষ্য করিয়া আগস্তৃক বলিলেনমহারাজের জয় হউক! কন্ঠশব্দ শ্রবণমাত্র চিনিতে পারিলেন। জগতে প্রকৃত বন্ধ অতি বিরল, বিপদের সময় এরপে বন্ধকে পাইলে হৃদয় নত্য করিয়া উঠে। শিবজী সীতাপতি গোস্বামীকে প্রণাম ও সস্নেহে আলিঙ্গন করিয়া নিকটে বসাইলেন, একটী দীপ জবালিলেন, পরে ঔৎসুক্য সহ জিজ্ঞাসা করিলেন-বন্ধনপ্রবর! রায়গড়ের সংবাদ কি ? আপনি তথা হইতে কবে কিরাপে আসিলেন? এত দরেই বা কি প্রয়োজনে আসিলেন ? অদ্য নিশীথে গবাক্ষদ্বার দিয়া আমার নিকট আসিবারই বা অথ* কি ? * সীতাপতি। মহারাজ ! রায়গড়ের সংবাদ সমস্ত কুশল। আপনি যে সচিব-প্রবরের হস্তে রাজ্যভার ন্যস্ত করিয়াছেন, তাহাতে অমঙ্গল হইবার সম্ভাবনা নাই। কিন্তু এ বিষয় আমি বিশেষ জানি না, কেননা আপনি রায়গড় পরিত্যাগ করিবার পরে অধিক কাল আমি তথায় ছিলাম না। পবেই আপনাকে বলিয়াছিলাম, আমার ব্রতসাধনাথে আমাকে দেশে দেশে পৰ্য্যটন করিতে হয়, সেই প্রয়োজনেই মথরো প্রভৃতি তীৰ্থস্থান দশনাথ দিল্লী আসিয়াছি। প্রভুর সহিত যখন সাক্ষাৎ করি তখনই আমার সৌভাগ্য, দিবাই কি, নিশাই কি ? শিবজী। তথাপি কোন বিশেষ কারণ না থাকিলে গবাক্ষ দিয়া নিশীথে আসিতেন না। কি কারণ প্রকাশ করিয়া বলন। সীতাপতি। নিবেদন করিতেছি। কিন্তু পাবে জিজ্ঞাসা করি, প্রভু আসিয়া অবধি কুশলে আছেন ? শিবজী। শারীরিক কুশলে আছি, শত্রমধ্যে মনের কুশল কোথায় ? সীতাপতি। প্রভুর সহিত ত সম্রাটের সন্ধি আছে, আপনার শত্রর কোথায় ? শিবজী। সপোর সহিত ভেকের সন্ধি কতক্ষণ স্থায়ী ? সীতাপতি ! আপনি অবশ্যই

ՋՏ Ե