পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

eiBB BBB BBB BD DD DB ue ee গেল । 4 o - go শিবজীর কণ্ঠরদ্ধে হইল, নয়ন দিয়া আশ্রম বহিয়া পড়িতে লাগিল। অনেকক্ষণ কেহ কথা কহিতে পারিলেন না। অনেকক্ষণ পরে সীতাপতি বলিলেন,—তাহাতে আক্ষেপের কারণ কি ? শিবজী। দোষী? রঘুনাথের উন্নত চরিত্রে দোষ পশে না, আমি কি কুক্ষণে ভ্রান্ত হইলাম জানি না। রঘুনাথের যুদ্ধস্থানে আসিতে বিলম্বব হইয়াছিল, আমি তাহাকে বিদ্রোহী মনে করিলাম ! মহানুভব জয়সিংহ পরে এ বিষয়ে অনুসন্ধান করিয়া জানিয়াছেন ষে তাঁহার একজন পরোহিতের নিকট রঘুনাথ যুদ্ধপাবে আশীব্বাদ লইতে গিয়াছিল, সেইজন্যই বিলবে হইয়াছিল। নিন্দোষীকে আমি অবমাননা করিয়াছিলাম, শনিয়াছি সেই অবমাননায় রক্ষনাথ প্রাণত্যাগ করিয়াছে। যুদ্ধে সে আমার প্রাণরক্ষা করিয়াছিল, আমি তাহার প্রাণবিনাশ করিয়াছি। .কুদ বা না হয় তা বালন্ত যত লৈ দি লক্ষ লৈ লৈ i অনেকক্ষণ পরে ডাকিলেন,—সীতাপতি । কোনও উত্তর পাইলেন না। কিঞ্চিৎ বিস্মিত হইয়া প্রদীপ জবালিলেন, দেখিলেন, সীতাপতি ঘরের মধ্যে নাই । ■ বড়বিংশ পরিচ্ছেদ ঃ আরংজীব সব্বশাস পড়ি বেটা হলি হতমখে। বল্পে কথা বুঝিস নাহি এই বড় দুঃখ ॥ —কৃত্তিবাস ওঝা । পরদিন প্রায় একপ্রহর বেলার সময় শিবজীর নিদ্রাভঙ্গ হইল, তিনি জাগরিত হইয়াই রাজপথে একটী গোলযোগ শুনিলেন। উঠিয়া গবাক্ষ দিয়া নিম্নদিকে চাহিলেন, যাহা দেখিলেন তাহাতে চকিত ও স্তম্ভিত হইলেন। দেখিলেন বাটীর পশ্চাতে দুই পাশ্বে ও সম্মুখদ্ধারে অসহস্তে প্রহরিগণ দণ্ডায়মান রহিয়াছে। বিশেষ পরিচয় না পাইলে প্রহরিগণ বাহিরের লোককে গহে প্রবেশ করিতে দিতেছে না, গহের লোককে বাহিরে যাইতে দিতেছে না। দেখিয়া সীতাপতির কথা স্মরণ হইল,—কল্য শিবজী পলাইতে পারিতেন, আদ্য তিনি আরংজীবের বন্দী ! তখন শিবজী বিশেষ অনুসন্ধান করিতে লাগিলেন। জানিলেন যে তিনি সমাটের নিকট সবদেশে যাইবার প্রাথনা করিয়া অবধি আরংজীবের মনে সন্দেহের উদ্রেক হইয়াছিল এবং সেই সন্দেহপ্রযুক্ত সম্রাট নগরের কোতোয়ালকে আদেশ করিয়াছিলেন যে শিবজীর বাটীর চতুন্দিকে দিবারাত্র প্রহরী থাকিবে, শিবজী বাটী হইতে কোথাও যাইলে সেই লোক সঙ্গে সঙ্গে যাইবে, সঙ্গে সঙ্গে ফিরিয়া আসিবে। শিবজী তখন বুঝিতে পারিলেন যে, সীতাপতি গোস্বামী আরংজীবের এই আদেশের কথা জানিতে পারিয়া পাবেই শিবজীর পলায়নের সমস্ত আয়োজন করিয়াছিলেন, এবং রজনী দ্বিপ্রহরের সময় সংবাদ দিতে আসিয়াছিলেন। শিবজী মনে মনে সীতাপতিকে সহস্র ধন্যবাদ দিতে লাগিলেন। আরংজীবের কপটাচারিতা এতদিনে পল্ট প্রতীয়মান হইল। সম্রাট প্রথমে শিবজীকে বহন সমাদর পবেক পত্র লিখিয়া দিল্লীতে আহবান করিলেন, শিবজী আসিলে তাঁহাকে রাজসভায় অবমাননা করিলেন, পরে রাজসভায় যাইতে নিষেধ করিলেন, তৎপরে দেশে প্রত্যাগমন করিতে নিষেধ করিলেন, তৎপরে প্রকৃত বন্দী করিলেন। কোন কোন সপ" গোমহিষাদি ভক্ষণ করিবার পবে যেরপে আপন দীঘ শরীর ভক্ষ্যের চতুদিকে জড়াইয়া তাহাকে সম্পণেরপে বশীভূত করে, পরে ক্রমে চুষিতে চুষিতে ধীরে ধীরে উদরস্থ করে, ক্রর আরংজীবও সেইরাপ কপটতাজালে । শিবজীকে ক্রমে সম্পণে অধীন করিয়া পরে ধীরে ধীরে বিনাশ কঞ্চিবার সঙ্কল্প করিয়াছিলেন। " মানসচক্ষে অতীত ও বক্তমান সমদায় ঘটনা মহত্তমধ্যে দটি করিয়া শিবজী শরীর নিগম ミミミ