পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রমেশ রচনাবলী দান করিবে, চন্দাওয়ৎকুল পলায়ন জানে না। দলেজয়সিংহ একথা বলিতে না বলিতে যোদ্ধারা উৎসাহে ও উল্লাসে সাধুবাদ করিলেন। * দতজয়সিংহ বলিলেন,—আট বৎসর পাবে যখন এই আকবরশাহ চিতোর হস্তগত করেন, রাণা উদয়সিংহ দুগত্যাগ করিয়াছিলেন, কিন্তু সালমাত্রাপতি সাহীদাস দুগত্যাগ করেন নাই, চন্দাওয়ৎকুলেশ্বর সাহীদাস দগত্যাগ করেন নাই। চারণদেব! সেদিনকার কথা একবার যোদ্ধগণকে শনাও, চন্দাওয়ৎকুল কিরপে যুদ্ধ করে একবার শ্রবণ করি। আহেরিয়ার দিনে চারণদেব অনুপস্থিত থাকেন না। দাগেশ্বরের অভিপ্রায়মতে চারণদেব সাহীদাসের বীরত্ব-গীত আরম্ভ করিলেন। চিতোর ধ্বংসের সময় দলেজয়সিংহ ও তাঁহার যৌদ্ধগণ সেই দগে উপস্থিত ছিলেন, চারণদেবের গীত শনিতে শনিতে সেদিনকার কথা তাঁহাদের হৃদয়ে জাগরিত হইতে লাগিল। গীত। "যোদ্ধগণ ! আপনারা সেদিনকার যুদ্ধ দেখিয়াছেন, দতজয়সিংহ সালমেৱাপতির দক্ষিণ হস্ত ছিলেন, তিনি সাহীদাসের বীরত্ব দেখিয়াছেন। চিতোরের সয্যেদ্বারই চন্দাওয়ৎদিগের সৰ্য্যেদ্বার সাহীদাস সেদিন ত্যাগ করে নাই, সেই সৰ্য্যেদ্বার চন্দাওয়ৎকুল ত্যাগ করে | "বায়ন-তাড়িত হইয়া উদয়সাগরের ক্ষিপ্ত তরঙ্গ যখন কলে আঘাত করে তাহা দেখিয়াছ। তুকীদিগের অগণ্য সৈন্য সেইরপে সৰ্য্যেদ্বারে বার বার আঘাত করিতে লাগিল, ভীষণ রবে সেই সৈন্যতরঙ্গ দুগের দিকে ধাবমান হইল, কিন্তু চন্দাওয়ৎরেখায় আহত হইয়া বারবার প্রতিহত হইল। চিতোরের সয্যেদ্বারই চন্দাওয়ৎকুলের রণস্থল, চন্দাওয়ং সে দ্বার ত্যাগ করে নাই, সালমাত্রাপতি সে দ্বার ত্যাগ করেন নাই। “বনে অগ্নি লাগিলে কিরাপে লেলিহমান অগ্নিজিহৰা আকাশপথে আরোহণ করে তাহা দেখিয়াছ। তুকীদিগের সৈন্য সেইরূপ দগকে পরিবেটন করিয়া সেইরাপ বারবার দগোপরি ধাবমান হইতে লাগিল। চন্দাওয়ং অল্পসংখ্যক, কিন্তু চন্দাওয়ৎ হীনবল নহে, বারবার ভীষণ আক্রমণকারী:দিগকে প্রতিহত করিল, সয্যেদ্বার ত্যাগ করিল না। চিতোরের সৰ্য্যেদ্বারই সুণ্ডল রণস্থল, চন্দাওয়ৎ সে দ্বার ত্যাগ করে নাই, সালমৱাপতি সে দ্বার ত্যাগ করেন l 韓 “বষাকালের মেঘরাশি অপেক্ষা তুকীদিগের সৈন্য অধিক। রাশি রাশি হত হইল, পনরায় রাশি রাশি সেই দ্বার বজ্রনাদে আক্রমণ করিল। চন্দাওয়ংকুল অসরেবীয্য প্রকাশ করিয়া সেই পব্বতচড়ায় চিরনিদ্রায় শায়িত হইল, কিন্তু চন্দাওয়ৎকুল প্রতিহত হইল না! সাহীদাস তখনও একাকী শতের সহিত যুঝিতেছিলেন, সাহীদাস চিতোরের জন্য হৃদয়ের শেষ রক্তবিন্দ দান করিয়া ছিন্নতরীর ন্যায় পতিত হইলেন। দরজায়সিংহ সাহীদিগের রক্ষাথ যুঝিতেছিলেন, আহত ও অচেতন হইয়া পতিত হইলেন। যোদ্ধাগণ! দতজয়সিংহের ললাটে তুকীয় খড়া-অণ্ডক এখনও দেখিতে পাইতেছ, চন্দাওয়ংকুল সমস্ত হত বা আহত হইল, কিন্তু দত্তেজয়সিংহ সেই সৰ্য্যেদ্বার ত্যাগ করেন নাই। চিতোরের সয্যেদ্বার চন্দাওয়ৎকুলের রণস্থল, চন্দাওয়ংকুল সে দ্বার ত্যাগ করে নাই, সালমেৱাপতি সে দ্বার ত্যাগ করেন নাই।” এই গীত হইতে হইতে চন্দাওয়ৎ যোদ্ধাদিগের নয়ন হইতে অগ্নিকণা বাঁহগতি হইতেছিল। গীত শেষ হইলে সকলে হহেণ্ডেকারনাদে বন পরিপরিত করিলেন। তন্মধ্যে দতজয়সিংহ ভীষণনাদে কহিলেন—যোদ্ধাগণ! অদ্য আমাদিগের চারিদিকে বিপদরাশি, কিন্তু চন্দাওয়ংকুল বিপদের অপরিচিত নহে। অদ্য আমাদিগের চিতোর নাই, কিন্তু সহস্র পর্বতশেখর ও পব্বতগহবর শিশোদিয়ার হস্ত হইতে কে লইতে পারে ? মহারাণা উদয়সিংহ গত হইয়াছেন, কিন্তু মহারাণা প্রতাপসিংহ দৰবলহন্তে অসিধারণ করেন না। মহারাণা প্রতাপসিংহের জয় হউক, শিশোদিয়া জাতির জয় হউক, চন্দাওয়ৎকুলের জয় হউক। ভীষণনাদে শত যোদ্ধা এই কথা উচ্চারণ করিলেন, সে শব্দ বন অতিক্রম করিয়া মেওয়ারের অনন্ত পন্বতে প্রতিধৰনিত হইল! দতজয়সিংহ পুনরায় বলিলেন,—চারণদেব! আমরা এক্ষণে পুনরায় মগয়ায় যাইব, একটী আহেরিয়ার গীত শনাও, যেন অদ্য আমাদিগের আহেরিয়া Ꭶ © :