পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्राछन्.७ जौबन-मका শরণাগত হইয়াছি, হৃদয়ের দরস্ত জৰালায় জীবনধারণ করিয়াছি, কেবল আর একদিন দুজয়সিংহের সহিত সাক্ষাৎ হইবে এইজন্য অনুমতি দিন, আর একবার দন্জয়সিংহের সহিত যুঝিব—এবার যদি সে পলাইতে পারে, তেজসিংহ আর কিছই প্রার্থনা করিবে না।” অনেকক্ষণ কেহ কথা কহিলেন না, তেজসিংহের গম্ভীর সবর বারবার সেই গহবরে প্রতিধৰনিত হইয়া লীন হইয়া গেল, অনেকক্ষণ সেই গহবর নিস্তব্ধ! পরে চারণীদেবী শান্ত ধীরস্বরে কহিলেন;–বংশানুগত শত্রতা ও “বৈরি" রাজপতধর্ম"; তিলকসিংহ ও দন্জয়সিংহের বংশের মধ্যে “বৈরি” নিন্মবাণ হইবে না। এই ক্রোধানলে তিলকসিংহের পরের হৃদয় জনলিবে তাহাতে বিসময় নাই, কিন্তু বিদেশীয় যোদ্ধার বক্তমানে মেওয়ারে গহ-কলহ ক্ষাস্ত হয়, মেওয়ারের এই চিরপ্রথা। তিলকসিংহের পরে এই চিরপ্রথা পালন করন । ལཱ་ཧྥུ་ཥ་ཛ། বিদেশীয় যুদ্ধসত্ত্বেও কি পামর দজয়সিংহ তস্করের ন্যায় সৰ্য্যেমহল হস্তগত করে নাই ? চারণী। আকবরকত্ত্বক চিতোর ধ্বংসের পর রাণা উদয়সিংহের সহিত তাঁহার যুদ্ধ ক্ষান্ত হইয়াছিল; উদয়পারে নতন রাজধানী স্থাপন করিয়া রাণা নির্বিঘের ছিলেন; সেই সময়ে দতেজয়সিংহ সয"মহল হস্তগত করিয়াছিলেন। তেজসিংহ। এখনও কি যুদ্ধ ক্ষান্ত হয় নাই ? মানসিংহ রোষে দিল্লীতে গিয়াছেন বটে, মহারাণা যুদ্ধের আয়োজন করিতেছেন বটে, কিন্তু শত্রর কোথায় ? চারণী। বৰ্ষাপ্রারম্ভে বালকে সেইরাপ জিজ্ঞাসা করে, মেঘ কোথায় ? বালক। বর্ষার মেঘ অপেক্ষা অধিক সমারোহে শত্র আসিতেছে। যে খড়া স্বারা দত্তেজয়সিংহের প্রাণবধ করিতে চাহ, সেই খঙ্গহন্তে হলদেীঘাটায় যাইয়া উপস্থিত হও। চারণীর কথা গ্রাহ্য কর, হল দীঘাটায় অচিরে অনেক খঙ্গ ও অনেক বীরের আবশ্যক হইবে, দতজয়সিংহ ও তেজসিংহের আবশ্যক হইবে, বিদেশীয় যুদ্ধ বৰ্ত্তমানে গহকলহ রাজস্থানের প্রথানগত নহে। তেজসিংহ। দেবি ! মেওয়ার রক্ষাথ যদি যুদ্ধ আবশ্যক হয়, রাঠোর সে যুদ্ধে অনুপস্থিত থাকিবে না। কিন্তু সে পৰ্য্যন্ত যে পামর রাজধম বিস্মত হইয়াছে, তস্করের ন্যায় দগে প্রবেশ করিয়াছে, অসহায় বিধবাকে হত্যা করিয়াছে, পিতার কুল কলঙ্কিত করিয়াছে, সে রাজপতকলণ্ডক জীবিত থাকিবে ? চারণী। বিদেশীয় ষদ্ধ বক্তমানে গহকলহ নিষিদ্ধ। উভয়ে অনেকক্ষণ নিস্তন্ধ রহিলেন; চিন্তার পর উদ্ধানেরা চারণী অতিশয় গম্ভীর স্বরে বলিলেন,—বালক । আদ্য তুমি সেই দলেজীয়সিংহের প্রাণরক্ষা করিয়াছ ! তেজসিংহ চমকিত হইলেন; কহিলেন-দেবীর নিকট কিছুই অবিদিত নাই। স্বহস্তে সে পামরকে নিধন করিব, এই জন্য বরাহের আক্রমণ হইতে তাহাকে রক্ষা করিয়াছি । চারণী। পরে দন্জেয়সিংহকে আপন আবাসস্থানে আশ্রয়দান করিয়াছিলে, তখনও তাহার প্রাণনাশ কর নাই । তেজসিংহ। পরিশ্রান্ডের সহিত যুদ্ধ রাজধম নহে; বিশেষ পৈতৃক দাগে তাহাকে আক্রমণ করিয়া তাহার প্রাণনাশ করিব, আমার এই পণ। অনুমতি দিন, সষ্যেমহল আক্রমণ করিব, তস্করের হস্তু হইতে পৈতৃক দগ কাড়িয়া লইব, সম্মখে আহবে সেই তস্কর দন্জয়সিংহকে উচিত শাস্তি দিব। চারণী। শত্রকে বরাহ হইতে রক্ষা করিয়া রাজপতধৰ্ম্ম পালন করিয়াছ: পরিশ্রান্তের সহিত যন্ধে না করিয়া রাজপতধাম পালন করিয়াছ; যাও, তেজসিংহ! বিদেশীয় যুদ্ধের সময় গহকলহ বিস্মরণ করিয়া রাজপতধাম পালন কর। তিলকসিংহের পত্র। তিলকসিংহের বীরত্ব তোমার দেহে অঙ্কিত রহিয়াছে, বিজয়ের টীকা তোমার ললাটে শোভা পাইতেছে, তিলকসিংহের ন্যায় রাজপতধাম পালন কর। দশ বৎসরমধ্যে বিদেশীয়ষদ্ধ ক্ষান্ত হইবে, পরে সষে"মহলে রাঠোর সাব্য পনরায় উদ্দীপ্ত হইবে। সহসা গহবরের দীপ নিৰ্বাণ হইল; অন্ধকারময় গহবরে চারণীর শেষ আদেশ প্রতিধৰনিত হইতে লাগিল। অন্ধকার গহবর হইতে তেজসিংহ নিৰ্ম্মান্ত হইলেন; পরদিন মহারাণা প্রতাপসিংহের সৈন্যের সহিত যোগ দিলেন; পরে হল দীঘাটার যুদ্ধের দিনে রাঠোর-খঙ্গ নিশ্চেন্ট ছিল না। ર૧૧