পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्राजनैष्क छौबन-नकप्र কুল না বা পালন তথায় নিরাপদে থাকিবেন । এ কালসমর শীঘ্রই অবসান I রাজ্ঞী। চারণী, তোমার বচনে আমি আশ্বস্ত হইলাম। যুদ্ধে, বিপদে, রাজপতের হৃদয় বিচলিত হয় না, কিন্তু বৎসদিগের কথা স্মরণ করিয়া একবার নারীর মন ব্যাকুল হইয়াছিল। যদি শিশুগণ নিরাপদে থাকে, তবে এ বন্ধে যগোস্তরব্যাপী হউক, মেওয়ারের মহারাণা তাহাতে কাতর নহেন, মেওয়ারের রাজমহিষী তাহাতে কাতর নহে। এই ভীল-গহবর আমার প্রাসাদস্বরুপ হইবে। চারণী । এ স্থানে রাজপরিবার কোন ক্লেশ পাইবেন না, কেননা এ গহবর এক্ষণে একজন প্রধান রাজপত ষোদ্ধার আশ্রয়স্থান। মহারাজ্ঞী। তাহাও শনিয়াছি। সেই রাঠোর যোদ্ধাই আমাদিগকে ভীমগড়ে রক্ষা করিয়াছিলেন, তিনিই আমাদের নিরাপদে রাখিবার জন্য এই ভৗলদিগের গহবরে আনাইয়াছেন। যোদ্ধার বিশেষ পরিচয় পাইতে ইচ্ছা করে, কি জন্য সেই বীরাগ্রগণ্য আশৈশব লোকালয় ত্যাগ করিয়া ভীলদিগের সঙ্গে এই গহবরে বাস করিতেছেন, কি মহাব্ৰত সাধনাথ পৰ্বত ও অরণ্যবাসী হইয়াছেন, তাহা জানিতে ইচ্ছা করে। আমাদের এই সঙ্কট ও বিপদের মধ্যে তাঁহার বিশেষ পরিচয় লইবার অবকাশ পাই নাই, পরিচয়দান করিতেও তিনি বড় ইচ্ছুক নহেন। কিন্তু এই বিপদরাশি হইতে যদি উত্তীণ হই, তাহা হইলে আমাদিগের দুদিনের বন্ধকে আমি বিস্মত হইব না, মহারাণাও বিস্মত হইবেন না। উদ্বেগে পাপের হৃদয় স্তম্ভিত হইল, তাঁহার নিশ্বাস প্রায় রুদ্ধ হইল। মহারাজ্ঞী কি সেই রাঠোর যোদ্ধার কথা কহিতেছেন ? সেই রাঠোর যোদ্ধা পিতৃদগে"চ্যুত হইয়া অবধি কি এই ভীষণ গহবরে বাস করিতেছেন ? চারণী । দেবি ! সে যোদ্ধার দীঘ ইতিহাস অন্য একদিন কহিব, আদ্য ক্ষমা করন। অদ্য কেবল এইমাত্র কহিতেছি যে, ভীলপালিত তেজসিংহ অপেক্ষা দন্দমনীয় যোদ্ধা এবং বিশ্বাসী অনুচর মহারাণার আর কেহ নাই। তেজসিংহের হস্তে যতদিন খড়া আছে, তেজসিংহের ধমনীতে যতদিন শোণিত আছে, আপনাদিগের ততদিন বিপদ নাই। পাপের শরীর কণ্টকিত হইল, হৃদয় আনন্দে ও উল্লাসে নত্য করিয়া উঠিল । রাজ্ঞী। আকাশের দেবগণ তেজসিংহের সহায়তা করন। দেবি ! আমি তাহার বামিভক্তির কি পরস্কার দিতে পারি? পাপের হৃদয় পুনরায় উদ্বেগপণ হইল, তিনি শ্বাসরদ্ধে করিয়া চারণীর উত্তর প্রতীক্ষা করিতে লাগিলেন । চারণী। মহারাজ্ঞী ! সেই তেজসিংহের নিরাশ্রয়া বাগদত্তা পত্নী আপনার চরণতলে । বালিকা পাপকুমারীকে আশ্রয়দান করন, পাপ অপেক্ষা বিশ্বাসিনী সহচরী আপনি পাইবেন না। পাপ | অবগঠেন ত্যাগ কর, চারণীর নিকট সঙ্গোপনচেস্টা ব্যথা। যিনি শিশোদীয় জাতির একমাত্র পজ্যা, যিনি মেওয়ার প্রদেশের আশ্রয়ভূতা, আদ্য সেই মহারাজ্ঞীর আশ্রয় গ্রহণ কর । বিসময় ও লজা, আনন্দ ও উৎকন্ঠায় বিহবলা হইয়া পাপকুমারী সাশ্রনয়নে মহারাজ্ঞীর চরণ ধরিয়া ভূমিতে লাণ্ঠিত হইলেন, তাঁহার বাক্যসফত্তি হইল না। মহারাজ্ঞী অনেক আশ্বাসবাক্য দিয়া পাপকে উঠাইলেন, অবশেষে বলিলেন,—পপে তোমাকে পাবেই আমি বাক্যদান করিয়াছি, তুমি আমার কন্যা, আমি তোমার মাতা; আমার অন্য সস্তান যদি নিরাপদে থাকে, তুমিও নিরাপদে থাকিবে। মেওয়ারের রাজ্ঞী অদ্য ইহা অপেক্ষা অধিক আশ্বাস দিতে পারে না । অন্যান্য অনেক কথার পর মহারাজ্ঞী চারণীদেবীকে পুনরায় যুদ্ধের কথা জিজ্ঞাসা করিলেন। চারণীদেবী উত্তর করিলেন-মহারাজ্ঞী চিন্তা করবেন না, মেওয়ারের আকাশ পরিকার হইতেছে, বীরত্ব ও অধ্যবসায়ের জয় অনিবাৰ্য্য। রাজ্ঞী। কিরপে সে বিজুয় সাধন হইবে তাহা কি জানিতে পারি? চারণী । রাজার বল অস্ট্রে ও মন্ত্রণায় । অস্ত্রে যাহা সাধ্য, মহারাণা তাহা করিয়াছেন, এক্ষণে মন্ত্রী ভামাশাহ সহায়তা করন। ভামাশাহের বামিধমে মেওয়ারের বিজয় । ২৯৯