পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৪৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রমেশ রচনাবলী সন্ধা একট লজিত হইয়া মুখ ঢাকিয়া বলিল,—বলিব না। শরৎ। হ্যাঁ, বলিবে বৈ কি, বল না। শরৎ ধীরে ধীরে সেই কুসুম-স্তবকতুল্য দেহখানি হৃদয়ে ধারণ করিয়া সেই লজাবনতমখাঁর প্রসফটিত ওঠেদ্বয়ে গাঢ় চুম্ববন করিলেন। সে পশে সাধার সব শরীর কণ্টকিত হইল । লজায় অভিভূত হইয়া সন্ধা বলিল,—ছি! ছেড়ে দাও। শরৎ ছাড়িয়া দিলেন, বলিলেন,—তবে বল । সন্ধা একট হাসিয়া বলিল,—ছেলেবেলায় তোমাদের বাড়ীতে আসিতাম, তখন এই পেয়ারা গাছের পেয়ারা তুমি আমাকে পাড়িয়া দিতে, তাই মনে করিতেছিলাম ! শরৎ হাস্য করিয়া বলিলেন,-সেই আমাদের প্রথম প্রণয় এখনও ভুলিতে পার নাই ? আমাদের লিখিতে লজ্জা বোধ হইতেছে, শরৎ গাছে চড়িলেন, সন্ধা নীচে পেয়ারা কুড়াইতে লাগিল। এমন সময় ঘাটের নিকট একটা শব্দ হইল, কালীদিদি ঘাটে আসিতেছেন। সন্ধা লজিতা ও ভীতা হইল, এবার শরৎবাব কোন পথ দিয়া পলাইবেন ? কিন্তু সন্ধা স্বামীর সমস্ত ক্ষমতা ও গণে জানিতেন না, শরৎ সেই গাছ হইতে এক লাফে বেড়া ডিঙ্গাইয়া পড়িলেন, মহেত্তে মধ্যে আদশ্য হইলেন। শরৎ সে বৎসর সম্মানের সহিত পরীক্ষায় উত্তীণ হইলেন। তিনি লেখাপড়াও বিলক্ষণ শিখিলেন; কিন্তু বিন্দরদিদি আক্ষেপ করিতেন, গাছে চড়া অভ্যাসটী গেল না। 3家や