বিষয়বস্তুতে চলুন

পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকাশকের নিবেদন গত শতকে যে সব মনীষী বাঙলার সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করিয়াছেন রমেশচন্দ্র দত্ত তাঁহাদের অন্যতম। তাঁহার রচিত ঐতিহাসিক ও সামাজিক উপন্যাসগুলি বাঙলা সাহিত্যের যথেষ্ট শ্রীবদ্ধিসাধন করিয়াছে। বর্তমান- কালের পাঠকের নিকটেও ইহার মূল্য হ্রাসপ্রাপ্ত হয় নাই। রমেশচন্দ্রের উপন্যাসগুলির দুই একটি সংস্করণ প্রচলিত আছে বটে, কিন্তু সেগুলি পর্ণোঙ্গ নহে। সেই অভাব মিটাইবার জন্য আমরা রমেশচন্দ্র দত্তের সমগ্র উপন্যাস একটি খণ্ডে গ্রথিত করিয়া প্রকাশ করিলাম। রমেশচন্দ্রের জীবিতকালে উপন্যাসগুলির যে শেষ সংস্করণ বাহির হইয়াছিল, তাহা হইতে এই পর্ণাঙ্গ সংস্করণটি মুদ্রিত হইয়াছে। আশা করি ইহা পাঠকের প্রয়ােজন মিটাইতে পারিবে। রমেশচন্দ্র দত্তের রচনাবলীর সাহিত্য অংশটি বঙ্গীয় সাহিত্য পরিষৎ হইতে প্রকাশিত হইবার সম্ভাবনার কথা আমরা অবগত হইয়াছি। সেইজন্য এই অংশটি আপাতত প্রকাশ করিতে আমরা বিরত রহিলাম। যদি ভবিষ্যতে বঙ্গীয় সাহিত্য পরিষৎ হইতে ইহা প্রকাশিত না হয়, তাহা হইলে এই অংশটিও পাঠকগণের নিকট উপস্থাপিত করিবার ইচ্ছা রহিল। রমেশচন্দ্র দত্ত মহাশয়ের জীবনী ও সাহিত্যসাধনা সম্পর্কে আলােচনা করিয়া এবং গ্রন্থখানি সম্পাদনা করিয়া শ্ৰীযােগেশচন্দ্র বাগল মহাশয় আমাদের অশেষ কৃতজ্ঞতাভাজন হইয়াছেন।