বিষয়বস্তুতে চলুন

পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-مم-IEll পাৰিবে না। এবারও দেলিলা তাহার কথামত কাজ করিয়া বোকা বনিয়া গেল। সে কিন্তু তবু দমিল না। স্যামসনকে সম্বোধন করিয়া সে বলিল, “তুমি যখন আমাকে বিশ্বাস কর না, তখন নিশ্চয়ই তুমি আমাকে ভালবাস না। তিন তিন বার তুমি আমার সঙ্গে প্রতারণা করিয়াছ ।" এইরূপে প্রত্যহই দেলিলা স্যামসন কে অসুযোগ করিতে লাগিল । একদিন তাক্ত বিরক্ত হইয়া স্যামসন সবই বলিয়া ফেলিল—“আমার মস্তক কখনও মুগুন করা হয় নাই। কারণ, আমাকে যিতোবার চরণে উৎসগ করা হইয়াছে । অামার কেশ কাটিয়া ফেলিলে অামি একেবারে শক্তিহীন হইয়া পড়িব ।” এইবার দেলিলা ফিলিষ্টিয় নেতাদের খবর পাঠাইল। তারপর স্যামসন তাহার ক্রোড়ে মাথা রাখিয়া ঘুমাইয়া পড়িলে সে তাহার সাত গোছা চুল কাটিয়া কেলিল । তখন সে ফিলিষ্টিয়েরা আসিয়াছে’ বলিয়া চীৎকার করিবামাত্র স্যামসনের ঘুম ভাঙ্গিয়া গেল নিঃশঙ্কচিত্তে সে তখন ঘরের বাহির হইলে ফিলিষ্টিয়েরা তাতাকে আক্রমণ করিয়া পরাভূত করিল। তাতারা তাতার চক্ষু উৎপাটন করিয়া ফেলিল এবং শৃঙ্খলাবদ্ধ করিয়া গাজায় লইয়া গিয়া তাহাকে কারাগৃহে গম পিষিতে দিল। ১২৯১ S uBB BB Be SeBBBeeSASK কিছুদিন যায় ; আবার একটু একটু করিয়া স্যামসনের চুল বাড়িতে লাগিল। একদিন ফিলি&িয়েরা শত্রুর পরাভবের জন্য তাছাদের দেবতা ড্যাগনের মন্দিরে বলি উৎসর্গ করিল ও উৎসব করিতে মাতিয়া গেল। তখন হঠাৎ তাহাদের খেয়াল হইল যে, স্যামসন কে লইয়া একটু মজা করা যাউক। নেতাদের আদেশমত স্যামসন কে আনা হইল। সবাই তাহাকে নানারূপে উত্যক্ত করিতে লাগিল । শেষে তাহাকে বিশ্রামের জন্য একটু অবকাশ দিলে সে তাহার পথপ্রদর্শক বালককে বলিল, “আমায় একটি থামের নিকট দাড় করাইয়। দাও, আমি একটু বিশ্রাম করিব।” তখন সে ভগবানকে কাতরভাবে ডাকিয়া বলিল, “প্ৰভু, আমার প্রতি সদয় হও । একটিবার—শুধু একটিবার আমার শরীরে বল দাও, আমি ফিলিস্ট্রিয়দের উপর প্রতিশোধ লইব ।” তারপর সে দুই হাতে দুহটি থাম ধরিয়া শরীরের সমস্ত শক্তি দিয়া ঝুকিয়া পড়িয়া বলিল, “এই ফিলি&িযদের সঙ্গে করিয়াই আমি মরিব ।” তাহার আকর্ষণে সমস্ত গৃহ শুদ্ধ থাম দুইটি ভাঙ্গিয়া পড়িল ৷ মত লোক ছিল সবাই চাপা পড়িয়া মারা গেল ; কেচই নিস্তার পাইল না । মৃত্যুকালে স্যামসন যত শক্ৰ বধ করিয়াছিল, সারা জীবনেও সে তাহা করিতে পারে নাই ।