বিষয়বস্তুতে চলুন

পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- ডেভিড লিভিং ষ্টোল - فهم به- هبه - - [E] ! সেই লপ পড়িতে শুশিতেই তিন দিন সময় লাগিম| ছিল । নীলনদেল উৎপত্ত্বি-স্থান আবিস্কারের চেষ্টায় অগ্রসর ষ্টানীর বহু অনুরোপ সত্ত্বেও লিsিংষ্টোন কিন্তু দেশে ফিপিলেন না। ঠাই।কে অনেক টাকা কড়ি, প্রয়োজনীয় জিনিষ পত্রদি দিয়া ষ্টান্‌লী, লিভিংষ্ট্রোনের ডায়েরী ইত্যাদী লইয়া দেশে ফিরিলেন। গিভিংষ্টোনের ডাwেরী ভ্ৰমণ বুৰ্ত্তান্ত চ ত্যাদি সংবাদপত্রে প্রকাশিত হইলে পল স ত্যজগতে সাড়া পড়িয়া গেল—অনেকে আবাব লিভিংস্টোনের বিবরণের সতত সম্বন্ধে সন্দেহ কপিতে লাগিলেন, কিন্তু স্থানী বহু কষ্টে প্রমাণ করিলেন যে, এ সবই সত্য । অনুচরেরা তাহাকে বহিয়া লইয়া যাহত কিন্তু লিভিংষ্টোনের শক্তি নিঃশেৰ্মিত হইয়া আসিয়া


مممممممملكا

fণfeংষ্টোনের নীলঙ্গই পিগ-শন যক্ষ 〉も○○ লিভি*t&ানেৰ বাবহৃত সেক্সট স্ট হইতে লাগিলেন । এ সময়ে তাহার দেহ এমন অশক্ত হইয়। পড়ি ছিল যে, তিনি আর 5াটিতে পারিতেন না - আগুচপের। তাছাকে বহিয়া লইয়া যাই ৩ । ডেভিড লিম্বি"ষ্ঠোশের নাম সাধারণত: মধ্য আফ্রিকার অজ্ঞাত দেশ অপিদার এবং ধৰ্ম্ম প্রচার কাধের জন্যই বিখাত । কিন্তু তাeার জীবনের শেষ ভাগে দপ-দপসায়ের উচ্ছেদ সাপশেপ জয় তিনি যে প্রশপাত পরিশ্রম ক1রয়াছিলেন, তাহ ও বিশেষ ভাবে স্মরণীয়। সিভি’ষ্টোণ আজীবন ধৰ্ম্মভাপ লোক ছিলেন। যখন একটু সামাঙ্গ অপকাশ পাইতেন, তখনই তিনি তাঙ্গার প্রিয়গ্ৰন্থ ‘বাঙ্গলেগ পড়িতেন । লাইবেল ছিল তাছার একমাত্র সঙ্গী। তাছার দে বিশেয আজ ওয়েষ্টমিনিষ্টার এবিতে সমাহি ত পুঠিয়াছে, কিন্তু তাছার হৃৎপিণ্ডটি রহিয়াছে আফ্রিকায় । এ ঠিকই হইয়াছে—যে আফ্রিকার জন্ত তাহার হৃদয় বাকুল ছিল-- যে আফ্রিকার কথাই তিনি সারাষ্ট্ৰীধন ভাপিয়াছেন, তাছার শেষ নিঃশ্বাসও ফেলিয়াছেন সেই আফ্রিকারই বুকে । লিভিংষ্টোনের নাম আবিষ্কৰ্ত্ত হিসাবেই পৃথিবীর বুকে বাচিয়া পাকিবে। আমরা এখানে ঠাইরে ভবিষ্কার ও ভ্ৰমণ কাহিনীই বলিলাম।