পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

i.: SASJeBBBeDDD BBD SBB BHH BBBDCS রাজার সঙ্গে দেখা করা বড় কঠিন ৷ কোনও সাধু-সন্ন্যাসীর সঙ্গে দেখা হইলে মীননাথের মনে যদি আবার সন্নাসীর ভাব জাগিয়া উঠে তাহা হইলে সৰ্পদনাশ ! সুতরাং সে রাজ্যের ত্রিসীমায় কোনও সাধুসন্ন্যাসীকে আসিতে দেওয়া হয় না। যদি কোনও সাধুর দেখা পাওয়া যায়, তবে-- বুড়া যোগী পাইলে চোপড়ে ভাঙ্গে গাল । গাছুর যোগী পাইলে তুলিগ দেন সাল। আধ বস যোগী পাইলে মৈধা দেশে কাট । পোল নেগী পাইলে পাটাতে তুলি বাটে । নান। বয়সের গোগী দেখিতে পাওয়া যায় ; ভিন্ন ভিন্ন বয়সে ভিন্ন ভিন্ন ব্যবস্থা। বুড়া হইলে মারিয়া তাহার গাল ভাঙ্গি যা দেয় ; যুপা হইলে তাঙ্গাকে শূলে দেওয়া হয ; আপবয়সী হইলে তাeাকে কাটিয়া দুই টুকুর করে, আর শিশু তই লে শিলে রাখিয়া বাট। তয় । তবে কি করিয়া মাননাথের সম্মুগে যাওয়া যায় ? পরামর্শ হইল,-নৃষ্ঠা বা অভিনয় করার ছলে যাওয়া লাইতে পারে । যাহারা নৃত্য করে, তাহারা অবাধে রাজপুরীতে প্রদেশ করে । পুকধের গতি নাহি পুরির মাঝাল। নটা নাটুয়! তালা পারে জাহবার। সেই পুরীর মধ্যে কোন ও পুরুষকে যাইতে দেওয়া হয় না ; শুধু মাহারা নৰ্ত্তকনর্তকী, তাহাদিগকেই যাইতে দেওয়া হয় । গোরক্ষনাথ নানারূপ সাজসজ্জা করিয়া মাননাথের পুরীতে নষ্টকীবেশে গিয়া উপস্থিত হইলেন । তখন তাহার গায়ে কত গহনা-হার, কঙ্কণ, কুণ্ডল ইত্যাদি । এই অভিনব নৰ্ত্তকী দেখিয়া মঙ্গলার মনে ভয় হইল। মঙ্গল চাহিলেন, তাহাকে অর্থ দিয়া বিদায় করিতে। কিন্তু এ নৰ্ত্তকী আমনি বিদায় হইতে রাজী নহেন, — ধনের অভাব নাই, নৃত্য-গীতের দ্বারা যশ অর্জন করিতেই তাহার ইচ্ছা। মঙ্গলা তখন লোকজন দিয়া - xv58vo) হুন্দরী নর্তকীকে পুরী হইতে তাড়াইয়া দিলেন। পুরীর বাহিরে গিয়া গোরক্ষনাথ মাদল বাজাইতে লাগিলেন। মাদল মধুরস্বরে রাজাকে কত কথা সঙ্কেতে বলিতে লাগিল, —অষ্ঠ লোকে তাঙ্গ কিছু বুঝিল না,—শুধু তাতাদের এই মাদলের শব্দ এত মধুর লাগিল যে, তাহারা ইহা শুনিবার জন্য পুরী হইতে বাহির হইয়। নন্তকীর নিকটে অগসিয়া দাড়াইল । বহু সমাদরে তাহাকে তখন রাজার কাছে লইয়। যাওয়া হইল। কি সে জলের মধো থাল রাখিয়া-নৃত্য করিলেন সুন্দর নৃত্য ! কি মধুর । রাজার মন গলিল । তখন গোরক্ষনাথ নানাপ্রকার শক্তির পরিচয় দিলেন,—জলের মধ্যে থালা রাখিয়া তাহতে দাড়াইয়া নৃত্য করিলেন। দেহ চঞ্চল কিন্তু পদ স্থির। সকল নৃত্যের, সকল বাদ্যের মধ্যে একটা কথাই বার বার বাজিতে - - -